বারুইপুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ

বাবলু প্রামাণিক, বারুইপুর: ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল এক স্থানীয় নেতার বিরুদ্ধে। আজিজুর রহমান নামে ওই অভিযুক্ত নেতাকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি ওই বুথের প্রিসাইডিং অফিসারকেও সরিয়ে দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরের রাজগড়া এলাকার ২৫১ নম্বর বুথে। ওই বুথে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর দাবি, সকাল থেকেই বুথের ভিতর মোবাইল নিয়ে ঘোরাফেরা করছিলেন আজিজুর। কাকে ভোট দিতে হবে তা বলে দিচ্ছিলেন ভোটারদের। এমনকি বেশ কয়েকবার ভোটারের বদলে তিনি নিজেই বোতাম টিপে ভোট দিয়েছেন।

কিন্তু বুথের ভিতর ঢোকার নিয়ম না থাকায় কোনো পদক্ষেপ গ্রহন করতে পারেনি কেন্দ্রীয় বাহিনী। সম্পূর্ণ ঘটনাটি প্রিসাইডিং অফিসারের সামনে ঘটলেও তিনি কোনো ব্যবস্থা নেন নি বলেও অভিযোগ। অভিযুক্ত আজিজুর জানিয়েছেন, তিনি শুধুমাত্র মানুষকে বলে দিয়েছেন, কীভাবে ভোট দিতে হবে।

c1464 img 20190519 wa0073প্রিসাইডিং অফিসার জানিয়েছেন, তিনি অন্যান্য কাজে ব্যস্ত ছিলেন। তাই তিনি ভোটারদের সাহায্য করার অনুমতি দিয়েছিলেন অভিযুক্তকে।

সম্পর্কিত খবর