বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচনের পরবর্তীতে আবারও উষ্ণতার আঁচ ছড়াল নন্দীগ্রামে (Nandigram)। এবার খোদ পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগ এনে অনাস্থা প্রকাশ করলেন তৃণমূল (tmc) সদস্যরা। নির্বাচনের পূর্বে তৃণমূল ছেড়ে বিজেপিতে (bjp) যোগ দেওয়ায় বয়াল ১ নম্বর পঞ্চায়েত প্রধান পবিত্র করের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেন তৃণমূল সদস্যরা।
একুশের নির্বাচনে ডবল ইঞ্জিনের সরকার গড়ে বাংলা দখলের স্বপ্ন দেখেছিল বিজেপি শিবির। নির্বাচনের পূর্বেই একঝাঁক হেভিওয়েট তৃণমূল নেতৃত্বরা দলবদল করে নাম লেখায় পদ্ম শিবিরে। তাদের মধ্যে অন্যতম নাম ছিল শুভেন্দু অধিকারী। যিনি বিজেপির একজন কান্ডারি হয়ে নন্দীগ্রাম আসনের জন্য লড়াই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে।
একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আবারও বাংলার ক্ষমতায় ফেরে সবুজ শিবির। বাংলার মসনদ দখলের স্বপ্ন ৭৭-এ আটকে গেলেও, নন্দীগ্রামের আসন নিয়ে চলে হাড্ডাহাড্ডি লড়াই। বড় সাফল্য নিয়ে নির্বাচনে জয়লাভ করলেও, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। পরবর্তীতে অবশ্য মুখ্যমন্ত্রী করছুপির অভিযোগ করলেও, পুনর্গননার আর্জি খারিজ করে দেয় নির্বাচন কমিশন।
এবার সেই নন্দীগ্রামেই পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থার অভিযোগ আনল তৃণমূল। সদস্যদের দাবি, শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ হলেন বয়াল ১ নম্বর পঞ্চায়েত প্রধান পবিত্র কর। পাশাপাশি তিনি নির্বাচনের পূর্বে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এই অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে অনাস্থার অভিযোগ এনে পঞ্চায়েত অফিসে প্রস্তাব পেশ করেন। তাদের প্রস্তাব গৃহীত হতেই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে শ্লোগান দিয়ে উল্লাসে মেতে ওঠে এলাকার তৃণমূল সদস্যরা।