বাদ গেল না উত্তরবঙ্গও, কার্শিয়াং-এ রাজ্যপালের বিরুদ্ধে কালো পতাকা নিয়ে বিক্ষোভে সামিল tmc

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ বিভিন্ন সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে, এবার উত্তরবঙ্গে সফরে গিয়েও অসম্মানিত হলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। কার্শিয়াং হয়ে দার্জিলিং যাওয়ার পথে, কার্শিয়াং-র কাছেই রাজ্যপালের কনভয়ের সামনে কালো পতাকা নিয়ে বিক্ষোভে সামিল হলে বেশ কয়েকজন।

গত সপ্তাহেই দিল্লী গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে জোড়া বৈঠক সেরেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যের বিরুদ্ধে মন খোলা নালিশ জানিয়ে এবং গুরুত্বপূর্ণ বৈঠক সেরেই সবেমাত্র শনিবার কলকাতায় ফিরেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। দিল্লী থেকে ফিরেই উত্তরবঙ্গ সফরের ঘোষণা করেছিলেন রাজ্যপাল। তবে রাজ্যপালের এই দিল্লী সফর বেশ কিছুটা তাৎপর্য বলে মনে করা হচ্ছে।

সেইমত পূর্ব পরিকল্পনা অনুযায়ী, সোমবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্যপাল। সেখানে তিনি জানান, সোমবার কার্শিয়াং হয়ে দার্জিলিং যাবেন তিনি। পাশাপাশি সাংবাদিকদের সামনে, রাজ্য সরকারের বিরুদ্ধে কিছুটা ক্ষোভও উগরে দেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

এরপর সোমবার কার্শিয়াং হয়ে দার্জিলিং যাওয়ার পথে, কার্শিয়াং-র কাছেই রাজ্যপালের কনভয়ের সামনে কালো পতাকা নিয়ে বিক্ষোভে সামিল হলে বেশ কয়েকজন। এপ্রসঙ্গে কার্শিয়াং ব্লকের তৃণমূলের (tmc) সম্পাদক সমৃত ছেত্রী জানিয়েছেন, ‘দিল্লীতে গিয়ে রাজ্যপাল বাংলার অনেক অপমান করেছেন। সঙ্গে নিজের পদের অমর্যাদাও করেছেন। সেইকারণেই আমরা বিক্ষোভ প্রদর্শন করলাম’।

তবে এটাই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার রাজ্যবাসীর বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছে রাজ্যপালকে। কখনও বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান, আবার কখনও অসুস্থ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হাসপাতালে দেখতে গিয়ে। আবার ভোট পরবর্তী হিংসাত্মক পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েও বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছিল রাজ্যপালকে।

সম্পর্কিত খবর

X