বাংলা হান্ট ডেস্ক: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, ২১ জুলাইয়ের মঞ্চ থেকে হুংকার দিয়ে জানিয়ে ছিলেন, কাটমানির পাল্টা বিজেপির বিরুদ্ধে ব্ল্যাকমানি নিয়ে সরব হওয়ার কথা। তৃণমূল নেত্রীর সেই হুংকার বাস্তবায়িত হলো এক সপ্তাহের মধ্যেই। রবিবার ,২৮ জুলাই, সোনারপুরে তৃণমূল কংগ্রেস মিছিল করল ব্ল্যাকমানি ফেরানোর দাবিতে।
এই মিছিল পরিচালিত হয় সোনারপুর ব্লকের প্রতাপনগরে পঞ্চায়েত সমিতির সদস্য দিলীপ ঢালির নেতৃত্বে। তৃণমূলের অভিযোগ বিজেপির বহু নেতা নির্বাচনের সময় এবং আগে-পরে অঢেল ব্ল্যাকমানি অংশীদার হয়েছেন। মানুষকে ফিরিয়ে দিতে হবে এই বিপুল ব্ল্যাকমানির টাকা, এই দাবিতে মিছিল করে শাসক দল। তৃণমূলের এই মিছিল কে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সকলে।
তৃণমূলের অভিযোগ, কাটমানি নিয়ে যত্রতত্র পোস্টার লাগিয়ে, এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করতে চাইছে বিজেপি। কিন্তু অন্যদিকে নিজেরা প্রচুর ব্ল্যাক মানি নিয়ে ফুলে ফেঁপে উঠেছেন। এরই প্রতিবাদ জানাতে ও জনসংযোগ বাড়াতে এবং শান্তি ফেরানোর লক্ষ্যে বাইক মিছিল ও জনসংযোগ যাত্রা করে তৃণমূল।