যোগ দিতে হবে তৃণমূলে! এই শর্তেই ১০০ বিজেপি কর্মীকে বাড়ি ফেরাল সবুজ শিবির

বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচনের ফল প্রকাশের পর রণক্ষেত্র আকার নেয় বাংলার (west bengal) বিভিন্ন এলাকা। গোটা বাংলা জুড়েই ছড়িয়ে পড়ে সন্ত্রাসের আগুন। দিকে দিকে বিজেপি (bjp) কর্মীদের উপর হওয়া অত্যাচারের ভয়ে বাড়ি ছেড়ে ভিন রাজ্যে পালিয়েছেন বহু গেরুয়া সমর্থক। সেরকমই বীরভূমের (birbhum) ঘরছাড়া ১০০ বিজেপি কর্মীকে তৃণমূলে (tmc) যোগ দেওয়ার শর্তে বাড়ি ফেরাল সবুজ শিবির- এমনটাই শোনা গিয়েছে।

বেশকিছু দিন ঘরছাড়া থাকার পর অবশেষে ইদের দিন ঘরে ফিরলেন বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের কোমার প্রায় ১০০ বিজেপি কর্মী। ফিরিয়ে আনলেন এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা। ফলপ্রকাশের পর বাংলার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায়, ঘরছাড়া হয়েছিলেন হাজার হাজার মানুষ। প্রাণে বাঁচাতে দলীয় নেতৃত্বরা বিভিন্ন জায়গায় শিবির করে তাঁদের রেখে দিয়েছিল। তাঁদের মধ্যে থেকেই প্রায় ১০০০ জন বিজেপি কর্মী শুক্রবার ইদের দিনে ঘরে ফিরলেন।

tmc bjp fb 4

এবিষয়ে কোমা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জানান, ‘আমরা বেশকিছু মানুষকে ঘরে ফিরিয়ে এনেছি। এখনও যেসমস্ত মানুষেরা ঘর ছাড়া রয়েছেন, তাঁদের আমরা ফিরিয়ে আনব। আমরা সকলেই মিলে মিশে এখানে একসঙ্গে বসবাস করব’।

জানা গিয়েছে, পালিয়ে যাওয়া বিজেপি কর্মীদের অস্থায়ী ঠিকানা থেকে মোটরসাইকেল, টোটোয় করে ইদের দিন এলাকায় ফিরিয়ে আনেন তৃণমূল সদস্যরা। এমনকি তাঁদের ফিরিয়ে এনে মিষ্টিমুখ করিয়ে বাড়িও পৌঁছে দেওয়া হয়। তবে নাকি একটা শর্তে ফিরিয়ে আনা হয়েছে তাঁদের। শোনা যাচ্ছে- তৃণমূলে যোগ দিতে হবে, এমন শর্তেই ফেরানো হয়েছে ঘরছাড়া বিজেপি নেতাদের।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর