বাংলাহান্ট ডেস্ক: মাসের শেষে ত্রিপুরায় (Tripura Election) বিধানসভা উপ নির্বাচন। তার আগে তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল। সুপারস্টার দেব (Dev) থেকে শুরু করে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), সায়নী ঘোষ (Saayoni Ghosh), অদিতি মুন্সি (Aditi Munshi), সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) কে নেই সেই তালিকায়। তারকা খচিত হয়ে পড়শি রাজ্যে প্রচারে বেরোতে প্রস্তুত সবুজ শিবির।
আগামী ২৩ জুন বিধানসভা উপ নির্বাচন হবে ত্রিপুরায়। তার আগে তারকা প্রচারকদের সূচি প্রকাশ করা হল তৃণমূলের তরফে। তালিকায় রয়েছেন ঘাটালের সাংসদ দেব, যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী, সায়নী ঘোষ, বিধায়ক জুন মালিয়া, সোহম চক্রবর্তী, অদিতি মুন্সি, কৌশানি মুখোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, সুস্মিতা দেব, মনোজ তিওয়ারির। এবারেও অদ্ভূত ভাবে নাম বাদ পড়েছে নুসরত জাহানের।
রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে তালিকায় নাম রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, ফিরহাদ হাকিম, রাজীব বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, সুবল ভৌমিক, গোলাম রব্বানী, ডঃ মুকুল সাংমা, চার্লস পিংরোপ, কীর্তি আজাদ, মমতা বালা ঠাকুর, সুদীপ রাহা এবং জয়া দত্তের।
তারকা প্রচারকদের তালিকাটি দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে। পাঠানো হয়েছে ত্রিপুরার চিফ ইলেকটোরাল অফিসারের কাছেও। আজ, মঙ্গলবার ত্রিপুরায় ভোট প্রচারে যাচ্ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বড়দোয়ালি বিধানসভার গান্ধিঘাট থেকে আগরতলা বিধানসভার জিবি বাজার পর্যন্ত রোড শো করার কথা রয়েছে তাঁর।
তালিকায় নাম থাকা রাজীব বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেবরা আগে থেকেই প্রচার চালাচ্ছেন ত্রিপুরায়। তবে তারকারা কবে প্রচারে যাবেন তা এখনো প্রকাশ করা হয়নি। অভিষেক ত্রিপুরায় প্রচার সেরে আগামী সপ্তাহে রওনা হবেন মেঘালয়ের উদ্দেশে।
উল্লেখ্য, ত্রিপুরা উপ নির্বাচনে সবকটি বুথে ওয়েব কাস্টিং হবে বলে খবর। ২২১টি বুথকে স্পর্শকাতর বলে দাবি করে ইতিমধ্যেই সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি জানিয়েছেন সবুজ শিবির। আগামী ২৩ জুন ভোট হওয়ার পর ২৬ জুন হবে ফলপ্রকাশ।