অনুব্রতর পর সওকত মোল্লা! ফুরফুরায় তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর চোর’ স্লোগান

বাংলা হান্ট ডেস্কঃ হুগলির ফুরফুরা শরিফে শাসকদলের বিধায়ক (TMC MLA) সওকত মোল্লাকে (Saokat Molla) দেখে উঠল চোর স্লোগান। গতকাল রাতে ফুরফুরার পীরজাদা ত্বহা সিদ্দিকির সঙ্গে দেখা করতে যান ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত। অভিযোগ, পীরজাদার সঙ্গে সাক্ষাৎ সেরে ফেরার পথে তাকে দেখে চোর স্লোগান দিতে শুরু করেন এলাকার কিছু মানুষ। তৃণমূল নেতার ফুরফুরায় আসা নিয়েও প্রশ্ন তোলেন একাংশ। এরপরই সেখান থেকে তড়িঘড়ি বেরিয়ে যান সওকত মোল্লা।

তবে, ফুরফুরা থেকে ফিরেই স্থানীয়দের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। ক্ষোভের সুরে তিনি বলেন, “ফুরফুরা মুসলিমদের অন্যতম পবিত্র তীর্থস্থান। মুসলমান সম্প্রদায়ের মানুষ সেখানে শুধুমাত্র সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আশীর্বাদ নিতে যান। কোনও রাজনৈতিক কার্যক্রম চলে না সেই স্থানে। অথচ একজন রাজনৈতিক নেতা হিসেবে আমাকে হেনস্থা করা হল। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

saokat molla tmc

গোটা ঘটনায় মর্মাহত হয়ে সওকত মোল্লা বলেন, “এতে আমাদের যথেষ্ট অপমান করা হয়েছে। আব্বাস সিদ্দিকি ও নওসাদ সিদ্দিকির মদতেই এমনটা হয়েছে।” অন্যদিকে, ঘটনা প্রসঙ্গে নওসাদ বলেন, ‘ আজ সকালেই আমি ঘটনাটা শুনেছি। যদিও ভিডিওতে শওকত সাহেবকে আমি দেখিনি। একটা ভিড় যাচ্ছিল দেখেছি। আমার মনে হয় এটা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।’

কেন এমনটা ঘটল ,তার খতিয়ে দেখার জন্য অন্য ধর্মগুরুদের কাছে আর্জি জানিয়েছেন বিধায়ক। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে ভাঙড় বিধানসভার পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে। মাঝেমধ্যেই তিনি পীরজাদাদের দোয়া নিতে ফুরফুরায় যান। এদিন বিধায়ক নওশাদ সিদ্দিকি ও আব্বাস সিদ্দিকির নাম করে বলেন, “যে সমস্ত পীর ভাইয়েরা সক্রিয় রাজনীতি করে তাদের আমি সম্মান করি না।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর