ওকে নিয়েই নিক তৃণমূল, ল্যাটা চুকে যাবে! হিরণের দলবদলের জল্পনার মাঝে বয়ান দিলীপ ঘোষের

বাংলা হান্ট ডেস্কঃ গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন হিরণ (Hiran Chatterjee)! বেশ কিছুদিন ধরেই এই জল্পনায় ছেয়ে গিয়েছে রাজনীতির অন্দর মহল। শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। এই আবহেই এবার অভিনেতা তথা খড়্গপুরের বিজেপি বিধায়ক (BJP MLA) হিরণকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এদিন প্রকাশ্যে হিরণ ও তৃণমূলকে কটাক্ষ করে দিলীপের বক্তব্য ,‘‘ ওকে নিয়েই নিক না তৃণমূল ! ঝামেলা চুকে যাবে!’’

রাজ্যে পঞ্চায়েত ভোট পূর্বে কানাঘুষো ছড়িয়েছে বিজেপির তারকা নেতা হিরণের তৃণমূলে যোগদানের খবর। সম্প্রতি, বিধায়ক হিরণের সঙ্গে তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের কো-অর্ডিনেটর তথা বিধায়ক অজিত মাইতির একটি ছবি প্রকাশ্যে আসার পরই জোরদার হয়েছে হিরণের দলবদলের জল্পনা। তৃণমূল বাহিনীর দাবি, ছবিটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে তোলা। অন্যদিকে শাসকদলের এহেন দাবি মানতে নারাজ বিজেপি। সেই নিয়েই চলছে জোর তরজা। এরই মধ্যে দিলীপ ঘোষের মন্তব্য আলাদা মাত্রা যোগ করল এই জল্পনায়।

   

এদিন কেন্দ্রীয় সরকারের এক অনুষ্ঠানে যোগদান করতে মেদিনীপুরে পৌঁছান বঙ্গ বিজেপির অন্যতম প্রধান সৈনিক দিলীপ ঘোষ। সেখানে সম্প্রতি তৃণমূল কার্যালয়ে ভাইরাল হওয়া হিরণের ছবি প্রসঙ্গে তিঁনি বলেন, ‘‘এতে আমি আর কী বলব? অজিত মাইতি বলবে, আর হিরণ বলবে। এর মধ্যে আমাদের কোনও ভূমিকা নেই। দলের অস্বস্থি হচ্ছে কিনা তার জবাবে বিজেপি সাংসদ বলেন,”বিজেপির কোনও অস্বস্তি নেই। বিজেপি বহু লোককে জায়গা দিয়েছিল। রাজনীতিতে কে কোথায় থাকবে, এটা তাঁকেই ঠিক করতে হবে।’’

অন্যদিকে, ভাইরাল হওয়া ছবির প্রেক্ষিতে এক পাল্টা ছবি পোস্ট করেছে হিরণের ফ্যান পেজ। সেখানে দেখা যাচ্ছে, একটি মাল্টিপ্লেক্সের সোফায় একা বসে আছেন হিরণ। পিছনে রয়েছে মাল্টিপ্লেক্সের নাম। হিরণের ফ্যান ক্লাবের দাবি সেই ছবিটিতেই কারসাজি করে তৃণমূলের প্রতীক দিয়ে দলীয় কার্যালয় দেখানো হয়েছে। আর সেই ছবি ছড়িয়েই বিতর্কের সৃষ্টি করা হচ্ছে।

hiran pic

এদিকে তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিতের দাবি, ‘‘হিরণ আর আমার যে ছবি দেখা যাচ্ছে, সেটাই সত্যি। হিরণ গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে। আমিও ছিলাম। আমার গাড়িতেই হিরণ কলকাতা গিয়েছিলেন।’’ শুধু তাই নয় কো-অর্ডিনেটর আরও বলেন, ‘‘হিরণের কোনও টেবিল ফ্যান বা সিলিং ফ্যান আসল ছবিটি বিকৃত করেছে! তবে সে খুবই দুর্বল ফ্যান। আমাকে ছবি থেকে ‘ভ্যানিশ’ করার জালিয়াতিও সঠিক ভাবে করতে পারেনি!’’ তবে গোটা এই বিষয়ে হিরণের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

দল বদলের জল্পনা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, ‘‘আমাদের তো অন্য দলের বিধায়কের প্রয়োজন পড়ে না! ওদের বিধায়ক কম পড়েছে মনে হয়! তাই আমাদের বিধায়কের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা এই নিয়ে চিন্তিত নই।’’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর