বাংলাহান্ট ডেস্ক: আসন্ন বালিগঞ্জ বিধানসভা উপ নির্বাচনে বাম শিবিরের হয়ে প্রার্থী হয়েছেন সায়রা শাহ হালিম (Saira Shah Halim)। তাঁর জন্য ভিডিও বার্তায় ভোট চেয়েছেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah)। এমনকি তৃণমূলের প্রার্থী বাবুল সুপ্রিয়কেও নাম না করে আক্রমণ করেছেন অভিনেতা। এবার বিষয়টা নিয়ে মুখ খুলল সবুজ শিবির।
পরিবারতন্ত্রের প্রসঙ্গ তুলে নাসিরুদ্দিনের বিরুদ্ধে পালটা তোপ দাগল তৃণমূল। আসলে বালিগঞ্জের বাম প্রার্থী সায়রা সম্পর্কে নাসিরুদ্দিনের ভাইঝি হন। তাই প্রথমে অভিনেতার স্ত্রী রত্না পাঠক শাহকে ভিডিও বার্তায় ভোট চাইতে দেখা যায় সায়রার হয়ে। তারপর নাসিরুদ্দিন নিজেই আসরে নামেন।
এদিন ভিডিও বার্তায় নাসিরকে বলতে শোনা যায়, “বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটারদের সামনে নির্বাচন খুব স্পষ্ট। আপনারা কি এমন কাউকে প্রতিনিধি হিসাবে চান যে সংবেদনশীল, সহমর্মী ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে আপনাদের জন্য কাজ করবে। নাকি বেছে নেবেন রঙ বদলানো, সুযোগসন্ধানী কাউকে, যে সমাজে বিদ্বেষ ছড়ায়?”
এবার তৃণমূলের অভিযোগ, বামেরা বারংবার তৃণমূলের নেতা মন্ত্রীদের পরিবারকে টেনে এনে কুৎসা রটিয়েছে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে পরিবারতন্ত্রের ইস্যু তুলে কটাক্ষ করেছে বহুবার। এদিকে নিজের ভাইঝির হয়ে ভোট চাইছেন নাসিরুদ্দিন শাহ। তৃণমূলের দাবি, এটা দ্বিচারিতা।
রাজ্য তৃণমূলের প্রশ্ন, এখন সায়রা শাহ হালিমকে নিজের ভাইঝি বলে পরিচয় দিয়ে ভোট চাইছেন নাসিরুদ্দিন। কিন্তু এতদিন তিনি কোথায় ছিলেন? বামেরা একেবারে মরিয়া হয়ে উঠেছে বলেই সায়রাকে নাসিরুদ্দিন শাহের ভাইঝি বা হাসিম আব্দুল হালিমের বৌমার পরিচয় নিয়ে ভোট চাইতে হচ্ছে।
এখানেই না থেমে তৃণমূলের অভিযোগ, সিপিএম আসলে বিজেপিরই দ্বিতীয় দল। এর আগে নির্বাচনে এই বামেরাই বিজেপিকে আসন পেতে সাহায্য করেছিল। এই উপ নির্বাচনেও সিপিএমকে জেতানো মানে কেন্দ্রের পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিকেই সমর্থন করা।