নিয়োগ দুর্নীতি নিয়ে নোবেলজয়ীদের প্রশ্ন করার জের, ‘জাগো বাংলা” তে বিচারপতিকে খোঁচা TMC-র

বাংলা হান্ট ডেস্ক : কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গপাধ্যায়ের (Abhijit Ganguly) গতকালের মন্তব্যের তীব্র সমালোচনা করল তৃণমূলের মুখপত্র। এই প্রসঙ্গেই লেখা হয়েছে জাগোবাংলায় (Jago Bangla) বৃহস্পতিবারের সম্পাদকীয় অংশ। এই পত্রিকার সম্পাদকীয়তে প্রশ্ন তোলা হয়েছে যে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen) অথবা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (Abhijit Banerjee) দুর্নীতি নিয়ে কেন বলবেন , আর সেই বলার সঙ্গে বিচার ব্যবস্থার ঠিক কি যোগ রয়েছে? এখানে আরও দাবি করা হয়, অমর্ত্য সেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রধানমন্ত্রী হওয়া নিয়ে যা মন্তব্য করেছিলেন সেটাকেই কটাক্ষ করে এমন বলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

সম্পাদকীয় কলাম জুড়ে বিভিন্ন বিষয় তুলে ধরে বোঝানোর চেষ্টা হয়েছে যে বিচারপতিদের একাধিক কাজকর্ম বা মন্তব্যই তাদেরকে নিয়ে প্রশ্ন করার পরিবেশ সৃষ্টি করছে। জাগোবাংলার বৃহস্পতিবারের সম্পাদকীয়তে বলা হয়েছে, ’যারা বিচার ব্যবস্থার ধারক ও বাহক অর্থাৎ বিচারক বা বিচারপতিরা শ্রদ্ধেয় এবং তাঁদেরকে সব বিতর্কের উর্ধ্বে রাখা উচিত। কিন্তু যদি বিচারপতি নিজেই প্রকাশ্যে বিচারের বাইরে কোনও মন্তব্য করে বসেন, এবং সেটা একবার নয় বারংবার, তাহলে পাল্টা প্রশ্ন করার অধিকারও সাধারণ মানুষের থাকে।’

jagobangla 2

জাগোবাংলার সম্পাদকীয়তে প্রশ্ন তোলা হয়েছে, ‘শুনানি চলাকালীন আইনজীবীকে তাঁর প্রশ্ন, শিক্ষক নিয়োগ নিয়ে অমর্ত্য সেন বা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কোনও মন্তব্য করেছেন কি না? কেন? প্রশ্ন উঠতে বাধ্য। হঠাৎ সেই বিষয় নিয়ে নোবেলজয়ী বলবেনই বা কেন? আর যদি বলেও থাকেন, তাঁর সঙ্গে বিচার ব্যবস্থার ঠিক কী সম্পর্ক।’ প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলাকালীন হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে উপস্থিত ছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। বিচারপতি হঠাৎই জিজ্ঞাসা করেন,’প্রতীচী ট্রাস্ট গড়ে কাজ করছেন অর্মত্য সেন। সেখানে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন। নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে এই নোবেলজয়ীদের বক্তব্য কী? ওঁরা তো অনেক বিষয়ে বলেন, এটা নিয়ে কিছু বলেন কি না, তাই জানতে চাইছিলাম।’

আদালতে এই বিষয়ে অবশ্য সরাসরি কোনও মন্তব্যই করেননি আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, ‘আমার মনে হয়, অমর্ত্য সেনের বলা বিষয়ে পুরো লেখাটা পড়লে বোঝা যাবে, যেভাবে দেখানো হচ্ছে, সেভাবে তিনি বলেননি। আমি পুরো লেখাটা পড়েছি। আর প্রতীচী ট্রাস্ট কাজ করতে গিয়ে অনেক সমস্যা অনুভব করছে’।

Sudipto

সম্পর্কিত খবর