প্রশান্ত কিশোরের পরামর্শে এবার ব্লকে ব্লকে এনআরসির প্রভাব নিয়ে প্রচারে নামছে তৃণমূল

বাংলা হান্ট ডেস্ক : লক্ষ্য একটাই বিধানসভা নির্বাচন, একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেস কোমর বেঁধে মাঠে নেমে ভোটের রণনীতি সাজাতে প্রস্তুত কিন্তু তার আগে রাজ্যের তিন তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন৷ তাই উপনির্বাচনে খড়্গপুর সদর কালিয়াগঞ্জ এবং করিমপুর এই তিনটি বিধানসভায় নিজেদের অস্তিত্ব কায়েম করতে এনআরসি ইস্যুকে কেন্দ্র করে প্রচারে নামছে তৃণমূল কংগ্রেস৷download 1

প্রশান্ত কিশোরের পরামর্শ নিয়ে বুথ স্তর অবধি এনআরসির বিরোধিতা করে প্রচারে নামার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আসলে এনআরসি চালু হওয়ার ফলে অসমে কী পরিস্থিতি তৈরি হয়েছে এবং বর্তমানে সেখানকার পরিস্থিতি কেমন এই সংক্রান্ত বিষয়ে বুথ স্তর অবধি প্রচারে পরামর্শ দেওয়া হয়েছে৷

12 নভেম্বর তারিখে সেই প্রচার শুরু করবে রাজ্যের শাসক শিবির৷আর এই নিয়ে বিধায়কদের সঙ্গে একপ্রস্থ বৈঠকও সেরে ফেলেছেন জননেত্রী৷ তবে বিধানসভা উপ নির্বাচনে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে শুধুমাত্র এনআরসি নয় তফসিলি জাতি ও উপজাতি ইস্যু নিয়ে আলোচনা হয়েছে,

রাজ্যের তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষের জন্য রাজ্য সরকার কী কী পদক্ষেপ নিয়েছে? এই বিষয় যেমন আলোচনা হয়েছে ঠিক তেমনই সার্ভের মাধ্যমে তফসিলি জাতি ও উপজাতিরা ঠিক কী চাইছে? তাও প্রশান্ত কিশোরের টিমকে জানাতে বলা হয়েছে৷

সম্পর্কিত খবর