বাংলা হান্ট ডেস্কঃ মুর্শিদাবাদের (Murshidabad) সাগরদিঘিতে (Sagardighi) শুরু হয়ে গিয়েছে উপনির্বাচনের তোড়জোড়। আগামী ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের (Bypoll) দিন ঠিক করা হয়েছে। এরমধ্যেই নির্বাচন কমিশনের কাছে তারকা প্রচারকদের (Star Campaigners) তালিকা জমা দিল শাসকদল। রবিবার সেই তালিকা জমা দেওয়া হয়েছে তৃণমূলের (TMC) তরফে।
মন্ত্রী সু্ব্রত সাহার মৃত্যুর ফলে ফের ভোট হবে সেখানে। শাসকদলের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন স্থানীয় নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র ধরে রাখতে মরিয়া ঘাসফুল শিবির। ইতিমধ্যেই তারকা প্রচারকদের নাম ঘোষণা করেছে দল। তালিকায় মোট ৪০ জনের নাম রেখেছে শাসকদল। একনজরে দেখে নিন কে কে জায়গা পেল সেই তালিকায়।
তালিকার প্রথমেই রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়, মেয়র ফিরহাদ হাকিম, মুখপাত্র কুণাল ঘোষ, বাবুল সুপ্রিয়, যুবনেত্রী সায়নী ঘোষ, সাংসদ দেব, নুসরত, মিমি চক্রবর্তী থেকে শুরু করে অনেকেরই l নাম রয়েছে সেই তালিকায়। রয়েছে সুব্রত বক্সি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়ের নামও।
পাশাপাশি নাম রয়েছে, কাকলি ঘোষ দস্তিদার, অরূপ বিশ্বাস, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মিত্র, শতাব্দি রায়, গুলাম রব্বানি, জ্যোৎস্না মান্ডি, বীরবাহা হাঁসদা, অদিতি মুন্সি, আবু তাহের খান, দেব, মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, শান্তনু সেন, কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মনোজ তিওয়ারি, সোহম চক্রবর্তীর। প্রচারে সাগরদিঘি যেতে পারেন, রাজ চক্রবর্তী, জুন মালিয়া, কৌশানি মুখোপাধ্যায়ের মতো তারকারাও। নাম রয়েছে দেবাংশু ভট্টাচার্যেরও।
অন্যদিকে, সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা দিলীপ সাহা। সূত্রের খবর, সাগরদিঘি বিধানসভায় উপনির্বাচন হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। জানা গিয়েছে নির্বাচন শান্তিপূর্ণ করতে ২৪৬টি বুথে মোতায়েন করা হবে মোট ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।