বাংলা হান্ট ডেস্কঃ মনোনয়নপত্র জমা নিয়ে ফের দামামা! ভাঙ্গড়েড় পর এবার রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং (Canning)। সূত্রের খবর, আজ তৃণমূলের (Trinamool Congress) গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। বাসন্তী হাইওয়েতে শাসকদলের দুই পক্ষের মধ্যে বোমাবাজি এবং গুলি চলার অভিযোগ। যার জেরে সুনীল হালদার নামে এক তৃণমূল কর্মীর গুলি লাগে বলে দাবি দলেরই একাংশের। ঘটনার প্রতিবাদে বাসন্তী হাইওয়ে অবরোধ করে চলে তৃণমূলের বিক্ষোভ।
জানা গিয়েছে, এদিন মনোনয়ন জমাকে কেন্দ্র করে এলাকার ব্লক সভাপতি এবং স্থানীয় বিধায়কের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলে। কিসের জেরে বিবাদ সেই নিয়ে দুপক্ষের মধ্যে কাদা ছোড়াছুড়ি। ক্যানিং ব্লকের TMC সভাপতি শৈবাল লাহিড়ির অভিযোগ, এদিন তার অনুগামীরা মনোনয়নপত্র জমা দিতে গেলে ক্যানিং বাসস্ট্যান্ড চত্বরে দুষ্কৃতীরা তাদের বাধা দেয়।
অভিযোগের তীর খোদ দলেরই বিধায়ক পরেশরাম দাসের অনুগামীরাদের বিরুদ্ধে। মনোনয়নপত্র জমা দিতে বাধা দিচ্ছেন বিধায়কের সঙ্গীরা। এমনটাই অভিযোগ। এরপরই এই নিয়ে ক্যানিং হাসপাতাল মোড় এলাকায় দলেরই দু’পক্ষের মধ্যে অশান্তি বেঁধে যায়। ইটবৃষ্টির পাশাপাশি সংঘর্ষের ঘটনায় বোমাবাজি, গোলাগুলি হয় বলে অভিযোগ।
এই ঘটনার প্রতিবাদে জানাতে বুধবার ক্যানিংয়ের হাসপাতাল মোড়ে অনুগামীদের নিয়ে অবরোধ দেখান সভাপতি শৈবাল লাহিড়ি। বিধায়কের অনুগামীদের জমায়েত না সরানো পর্যন্ত অবরোধ চলবে বলে স্পষ্ট জানানো হয়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় স্থানীয় পুলিশ।
অবরোধ ও জমায়েত ছত্রভঙ্গ করতে ছোড়া হয় কাঁদানে গ্যাসের শেল। যার জেরে পিছু হটতে বাধ্য হয় দুপক্ষই। যদিও শৈবালের তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক।