খোয়াইয়ে তৃণমূলে যোগ দিতে যাওয়া বাম কর্মীদের পেটাল বিজেপি, ফের চাঞ্চল্য ত্রিপুরায়

বাংলা হান্ট ডেস্কঃ শনিবারের কান্ড নিয়ে এমনিতেই যথেষ্ট উত্তপ্ত হয়েছিল ত্রিপুরার খোয়াই। দলীয় কর্মসূচিতে যোগদান করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন তৃণমূলের যুব নেতা দেবাংশু, সুদীপ এবং জয়া। অভিযোগের তীর উঠেছিল বিজেপির দিকে। গাড়িতে পাথর নিক্ষেপ, সুদীপের মাথায় চোট, জয়া ও দেবাংশুর ওপর আঘাতকে কেন্দ্র করে যথেষ্ট সরগরম হয়ে উঠেছিল পরিস্থিতি। পরবর্তী ক্ষেত্রে তৃণমূলের তিন যুবনেতা সহ একাধিক কর্মীকে গ্রেফতারও করে ত্রিপুরা পুলিশ। খবর পেয়েই ছুটে যান তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এমনকি রবিবার সহকর্মীদের মুক্তির দাবিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি রীতিমতো বসেছিলেন খোয়াই থানাতে।

পরে অবশ্য ব্যক্তিগত বন্ডে আদালতে জামিন পান দেবাংশু, সুদীপ, জয়া সহ অন্যান্য মোট ১৪ জন তৃণমূল কর্মী। কিন্তু খোয়াইতে পরিস্থিতি যেন লাগাতার হাতের বাইরে যেতে বসেছে। আজ তৃণমূলে যোগ দিতে এসে ফের আক্রান্ত হলেন বেশকিছু বাম কর্মী। অভিযোগের তীর উঠল বিজেপির দিকেই। তৃণমূল কর্মীদের দাবি, রবিবার গোটা দিন তৃণমূলের সঙ্গেই ছিলেন ওই বাম ছাত্র নেতা। সোমবার অন্যান্য কর্মীদের নিয়ে তৃণমূলে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু খোয়াইয়ে পৌঁছানোর আগেই নেমে আসে আক্রমণ।

দেবাংশুদের উপর আক্রমণ হওয়ার পরেই তৃণমূল তরফে ত্রিপুরা পৌঁছেছিলেন কুনাল ঘোষ, ব্রাত্য বসু, দোলা সেনরা। তারপর থেকে ত্রিপুরাতেই আছেন কুনাল। আপাতত দলের হয়ে সংগঠন বাড়ানোর কাজে নিয়োজিত রয়েছেন তিনি। এই ঘটনার তীব্র নিন্দা করেন তৃণমূল মুখপাত্র। তাঁর মতে, তৃণমূলকে ভয় পাচ্ছে বিজেপি। তাই তৃণমূলের উপর হামলা করা হচ্ছে।

এদিন নিজের টুইটার হ্যান্ডেল থেকে ঘটনার কথা উল্লেখ করে কুনাল লেখেন “ত্রিপুরা : খোয়াইতে ফের হামলা। তৃণমূলে যোগ দিতে চেয়ে রবিবার দেখা করেছিল বাম ছাত্রসংগঠক সম্রাট মোদক। তিরিশজনের যোগদানের কথা। আজ সকালে সম্রাটকে ঘিরে ধরে মারধর করেছে বিজেপি। গুন্ডারাজ ভীত। লাগাতার হামলা চলছে। এইভাবে তৃণমূলকে ঠেকানো যাবে না।” প্রসঙ্গত তৃণমূলের নেতা নেত্রীরা ত্রিপুরায় যাওয়ার পর থেকেই বারবার সরগরম হয়ে উঠেছে পরিস্থিতি। এদিনও ফের একবার একই ধরনের হিংসাত্মক ঘটনার সাক্ষী থাকলো ত্রিপুরা।

 


Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর