করোনা বিধি উলঙ্ঘন করেই বিজয় মিছিলে মত্ত তৃণমূল সমর্থকরা, ভিডিও শেয়ার করে কটাক্ষ করলেন অগ্নিমিত্রা

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি বর্ধমান (Burdwan) থেকে তৃণমূলের (tmc) বিজয় মিছিলের একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় শেয়ার করেছেন বিজেপি (bjp) বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। যেখানে দেখা যায়, এই করোনা আবহেও কিভাবে বিজয় মিছিলের আয়োজন করে, সেখানে আবির খেলা এবং উদ্যাম নৃত্যে মগ্ন রয়েছে তৃণমূল সমর্থকরা।

নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে সেই ভিডিও শেয়ার করে স্যোশাল মিডিয়ায় তৃণমূল সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি অগ্নিমিত্রা পাল। শাসক দলের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গে তৃণমূলের জন্য এক নিয়ম, আর অন্যদের জন্য কি অন্য নিয়ম?’

এখানেই শেষ নয়, তিনি আরও লেখেন, ‘পূর্ব বর্ধমানের মেমারি, প্রথম ব্লক দুলুইবাজার, শেখপুরের গ্রাম পঞ্চায়েতে ১-এ তৃণমূলের বিজয় উৎসব পালন করা হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে, করোনা কালে কোনরকম বিধি নিষেধের তোয়াক্কা না করেই, বিজয় উৎসবে মেতে উঠেছেন তৃণমূল সমর্থকরা। বিপর্যয় পরিচালন আইন কোথায় এখন মুখ্যমন্ত্রী ম্যাম? করোনা বিধি নিষেধই না কোথায়? বিবাদী টিএমসি সংস্কৃতি!’

বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ওই এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা ব্যান্ড বাজিয়ে, গান চালিয়ে, আবির খেলে, রীতিমত নাচ গান করে উৎসবের পরিবেশের আয়োজন করেছেন। এই এই উৎসবের মধ্যে দিয়েই তাঁরা তাঁদের বিজয় উৎসব পালন করছে। তবে করোনা কালে সেখানে কোনরকম বিধি নিষেধের বালাই ছিল না।

সম্পর্কিত খবর

X