‘বুঝতে পেরেছি নন্দীগ্রামে লোডশেডিং করে কী হয়েছিল’, ভূপতিনগর কাণ্ডে যা বললেন মমতা…

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের প্রাক্কালে সংবাদের শিরোনামে ভূপতিনগর বিস্ফোরণ মামলা (Bhupatinagar Blast Case)। ২০২২ সালের ডিসেম্বর মাসে এই বিস্ফোরণ হয়েছিল। এক তৃণমূল নেতার বাড়িতে হওয়া এই বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারান ৩ জন। শুক্রবার রাতে এই মামলার তদন্তে ভূপতিনগর হাজির হন কেন্দ্রীয় এজেন্সি এনআইএ-র (NIA) গোয়েন্দারা। তবে দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করতেই তাঁদের ওপর চড়াও হন একদল গ্রামবাসী। এবার এই নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

ভূপতিনগর বিস্ফোরণ মামলায় শুক্রবার বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানা নামের দুই তৃণমূল (TMC) কর্মীকে গ্রেফতার করে এনআইএ। তবে জানা যাচ্ছে, তাঁদের গাড়িতে তোলা হতেই একদল গ্রামবাসী বাঁশ, লাঠি নিয়ে চড়াও হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের ওপর। ইডির পর এবার এনআইএ-র (National Investigation Agency) ওপর হামলার ঘটনা নিয়ে শুরু হয়েছে চর্চা। যদিও মুখ্যমন্ত্রীর দাবি, মহিলারা কোনও হামলা করেননি, বরং এনআইএ আসলে হামলা করেছিল।

শনিবার বালুরঘাটের সভা থেকে ভূপতিনগর কাণ্ড নিয়ে মুখ খোলেন মমতা। তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো বলেন, ‘ভূপতিনগরে মহিলারা হামলা করেননি, এনআইএ হামলা করেছিল। ২০২২ সালে চকোলেট বোমা ফেটেছিল। সেই জন্য মাঝরাতে গিয়ে যদি মহিলাদের বাড়িতে হামলা করা হয়, তাহলে কি তাঁরা শাঁখা-পলা পরে বসে থাকবেন? নিজেদের ইজ্জত বাঁচাবে না?’

আরও পড়ুনঃ মমতা এই কাজ করলেই এনে দেবেন ৩০০ কোটি! বিরাট ‘প্রতিশ্রুতি’ সুকান্তর, কী করতে হবে মুখ্যমন্ত্রীকে?

ভূপতিনগর কাণ্ডে আবার নন্দীগ্রামের ছায়াও দেখতে পাচ্ছেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ‘নন্দীগ্রাম এভাবেই দখল করেছিল। আমি এখন বুঝতে পারি ওখানে লোডশেডিং করে কী হয়েছিল? সেই মামলা যদিও আদালতে বিচারাধীন। তবে এক জিনিস কিন্তু বারবার হয় না। যারা বিশ্বাসঘাতক মানুষ তাঁদের কখনও মাফ করে না’।

mamata banerjee on bhupatinagar blast case nia attack

 

গতকালের সভা থেকে দলের দ্বিতীয় এবং তৃতীয় স্তরের কর্মীদের তৈরি রাখার বার্তাও দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘২০২২ সালে চকোলেট বোমা ফেটেছে আর ২০২৪ সালে এসে গ্রেফতার করছে। এনআইএ-কে দিয়ে যেভাবে গ্রেফতার করা হচ্ছে, তা দেখে আমি তৃণমূলের সকল কর্মীদের দ্বিতীয় ও তৃতীয় স্তরের কর্মীদের তৈরি রাখতে বলব। যদি প্রথম স্তরের নেতারা গ্রেফতার হন, তাহলে যারা দ্বিতীয় স্তরে থাকবেন তাঁরা গিয়ে বুথে বসবেন। প্রয়োজন পড়লে বাড়ির মা, বোনেরা বুথে যাবেন। আমাদের অনেক কর্মী আছেন, কোনও সমস্যা হবে না’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর