বাংলা হান্ট ডেস্কঃ বেফাঁস মন্তব্যের কারণে প্রায়শয়ই সংবাদের শিরোনামে উঠে আসেন হুমায়ুন কবীর। সাম্প্রতিক অতীতেও তাঁর একাধিক মন্তব্য নিয়ে বিস্তর চর্চা হয়েছে। এবার ভরতপুরের তৃণমূল বিধায়ককে কার্যত ধমক দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার বিধানসভায় এই ঘটনা ঘটে বলে খবর।
হুমায়ুনকে ধমক মমতার (Mamata Banerjee)!
সম্প্রতি কালীঘাটের কার্যালয়ে তৃণমূলের (Trinamool Congress) জাতীয় কর্মসমিতির বৈঠক হয়েছে। সেখানে দলের শৃঙ্খলা নিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তারপরেও বেফাঁস মন্তব্য করে বসেন ভরতপুরের জোড়াফুল বিধায়ক। দলের নির্দেশের তোয়াক্কা না করেই বেশ কিছু কথা বলেন তিনি। বুধবারই তাঁকে শোকজ করেছে দল। এবার জানা গেল, মুখ্যমন্ত্রীর কাছে রীতিমতো ধমক খেয়েছেন তিনি।
এদিন বিধানসভায় এসেছিলেন হুমায়ুন (Humayun Kabir)। অধিবেশন শেষে মমতার ঘরে গিয়ে তৃণমূল বিধায়করা দেখা করেন বলে খবর। শুরুতে ভরতপুরের বিধায়ককে দেখা যায়নি। পরবর্তীতে তাঁকে নিয়ে যান শোভনদেব চট্টোপাধ্যায়। সেই সময়ই হুমায়ুনকে ধমক দেন মুখ্যমন্ত্রী। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে সূত্র উদ্ধৃত করে এমনটাই দাবি করা হয়েছে।
আরও পড়ুনঃ ‘ফুলকি’র আগুনে ছারখার সব! ছিটকে গেল পর্ণা-পরিণীতা! নতুন বেঙ্গল টপারের নাম চমকে দেবে
ওই প্রতিবেদন অনুযায়ী, তৃণমূল (TMC) নেত্রী হুমায়ুনকে জিজ্ঞেস করেন, যাবতীয় অভিযোগ নিয়ে স্রেফ দলের মধ্যে কথা বলার নির্দেশ দেওয়া সত্ত্বেও কেন তিনি সর্বত্র এত কথা বলছেন? মমতা প্রশ্ন করেন ‘তোমাকে এত কথা বলতে কে বলেছে?’
দলের তরফ থেকে পাঠানো শোকজের বিষয়েও মমতা (Mamata Banerjee) কথা বলেন বলে খবর। তড়িঘড়ি তার জবাব দেওয়ার নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো। সেই সঙ্গেই বলেন, ‘তোমার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে, সেটা আমি দেখবো’। এই খবর প্রকাশ্যে আসতেই এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এদিকে আজ বিধানসভায় তৃণমূলের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গেই জাতীয় কর্মসমিতির সদস্যদের সঙ্গে তাঁর বৈঠকও হয় বলে খবর।