সন্দেশখালিতে উদ্ধার হওয়া অস্ত্রভাণ্ডার কে রেখেছিল? প্রচারে বেরিয়ে জানালেন মমতা! বললেন…

বাংলা হান্ট ডেস্কঃ সপ্তাহান্তে আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচারে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) নিশানা করেন তিনি। বাংলায় চকোলেট বোমা ফাটলেও একাধিক কেন্দ্রীয় এজেন্সি পাঠিয়ে দেওয়া হয় বলে দাবি করেন মমতা।

শুক্রবার রাজ্যে লোকসভা ভোটের দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিন সন্দেশখালি (Sandeshkhali) থেকে বিপুল অস্ত্রভাণ্ডার উদ্ধার করেছে সিবিআই (CBI)। গতকালই সেই নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি লিখেছে তৃণমূল (TMC)। আজ এই নিয়ে সুর চড়ান দলনেত্রী। সন্দেশখালিতে উদ্ধার হয়েছে বলে যে অস্ত্র দেখানো হচ্ছে সেটা তদন্তকারীরাই গাড়ি করে আনতে পারে বলে দাবি করেন তিনি।

এদিন সরাসরি পিএম মোদীকে নিশানা করে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘আপনি এত মিথ্যে কথা বলেন কেন? বাংলায় চকোলেট বোমা ফাটলেও সিবিআই, এনআইএ, এনএসজি পাঠান, যেন এখানে কোনও যুদ্ধ হচ্ছে। সবকিছু একতরফা, রাজ্য পুলিশকে এই বিষয়ে কিছু জানানো হয় না। কোথা থেকে কী উদ্ধার হয়েছে, হতেই পারে নিজেরা গাড়িতে করে ভরে এনেছিলেন! ওখান থেকেই যে উদ্ধার হয়েছে সেটার কোনও প্রমাণ নেই’।

আরও পড়ুনঃ বিপাকে অভিষেক! তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে হাইকোর্টে মামলা? তোলপাড় রাজ্য

এখানেই না থেমে মমতা দাবি করেন, সন্দেশখালিতে এক বিজেপি নেতার বাড়িতে বোমা মজুত থাকার খবর রয়েছে তাঁর কাছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘বোমা মেরে, চাকরি খেয়ে ভোটে জেতা যায় না। ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোঁসাই। রোটি-কাপড়া-মকান চাই, আপনার ভাষণ চাই না’।

গতকাল একদিকে যখন রাজ্যের তিন কেন্দ্রে লোকসভা ভোট চলছে, তখন সন্দেশখালিতে হানা দেয় সিবিআই। শেখ শাহজাহান ঘনিষ্ঠ হাফিজুল খাঁয়ের ভগ্নিপতির বাড়িতে হাজির হন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। বিকেলে উপস্থিত হয় এনএসজি। রোবট নামিয়ে চলতে থাকে তল্লাশি। এরপর সিবিআইয়ের তরফ থেকে প্রচুর রিভলভার, কার্তুজ, বুলেট উদ্ধারের কথা জানানো হয়।

TMC supremo Mamata Banerjee

এদিকে ভোটের আবহে সন্দেশখালির বুকে কেন্দ্রীয় এজেন্সির এই তল্লাশি চালানো নিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ করে তৃণমূল। দল এবং রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য সিবিআই এই তল্লাশি চালিয়েছে বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ভোটের মধ্যে এহেন অভিযান চালানো হলে, ভোটারদের মনে এর প্রভাব পড়তে পারে বলে দাবি করে জোড়াফুল শিবির।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর