দলীয় তহবিলে স্বচ্ছতা রাখতে তত্পর ! ভাবমূর্তি রক্ষা করতে বিধায়ক ও সাংসদদের প্যান কার্ড চাইছে তৃণমূল

বাংলা হান্ট ডেস্ক : যেভাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আর্থিক কেলেঙ্কারি তদন্ত শুরু করেছে তাতে দলের ভাবমূর্তি বজায় রাখতে এবং দলের স্বচ্ছতা বজায় রাখতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল। তাই তো বিধায়ক ও সাংসদদের মাসিক ভাতা থেকে যে চাঁদা তোলা হয় সেই দলীয় তহবিলে টাকা জমা দেওয়ার সঙ্গে সঙ্গে বিধায়ক ও সাংসদদের প্যান কার্ডের নথি জমা নিচ্ছে তৃণমূল।mamata banerjee 0 0 1559534822 1280x720

ইতিমধ্যেই দলীয় বিধায়ক ও সাংসদদের প্রত্যেকের প্যান কার্ডের জেরক্স স্বাক্ষর সহ দলের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু তৃণমূলের পরিষদীয় দল এবং সংসদীয় দল দু দলেরই প্রতি মাসে হাজার এবং দশ হাজার টাকা করে কেটে নিয়ে তহবিলে জমা করা হয় তাই রাতে সেই তহবিলে কোনও রকম অস্বচ্ছতা না হয় তার জন্য একুশের নির্বাচনের আগেই একেবারে কোমর বেঁধে মাঠে নেমেছে শাসক শিবির। যদিও তৃণমূল এ ব্যাপারে স্পিকটি নট।

ব্যাংকের প্রয়োজনীয় নথি জমা নেওয়া হচ্ছে এমনটা বলে দায় সারলেও একটা সময় দলের তহবিল নিয়ে প্রশ্ন উঠেছিল তাই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে রয়েছে দলের তহবিল, তাই দলের স্বচ্ছতা বজায় রাখতে সাবধানের মার নেই এই নীতিকে মেনে নিয়ে প্যান কার্ড জমা নেওয়ার কাজ শুরু করেছে শাসক শিবির।

আসলে বিধায়ক ও সাংসদদের প্রাপ্য ভাতা থেকে যে টাকা কেটে তহবিলে জমা করা হয় সেই প্রাপ্তিতে নাকি ইডির নজর রয়েছে এমনটাই সূত্রের খবর। বিধায়কদের প্যান কার্ডের মাধ্যমে যাতে আয়ের উত্স ও বিস্তারিত সঠিক ভাবে জানা যায় তার জন্য আগে থেকেই সতর্ক হচ্ছে শাসক শিবির।


সম্পর্কিত খবর