‘আপনি ভোট নিলে তৃণমূলের ক্ষতি হবে’, সিপিএম প্রার্থী মীনাক্ষীকে প্রচারে বাধা, অভিযোগ TMC-র দিকে

বাংলাহান্ট ডেস্কঃ নন্দীগ্রামে সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়কে (minakshi mukerjee) হেনস্থা। নন্দীগ্রামে নির্বাচন আগামী ১ লা এপ্রিল। তৃণমূল (tmc) বিজেপির (bjp) দুই হেভিওয়েট প্রার্থীর মাঝে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে সিপিএম প্রার্থী হিসাবে নির্বাচনে দাঁড়িয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। এই মীনাক্ষী মুখোপাধ্যায়ের হেনস্থার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে।

সিপিএম সমর্থকরা জানিয়েছেন, শনিবার দাউদপুরের নয়নানে প্রচারে গিয়েছিলেন সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। সেখানেই তাঁকে হেনস্থা করেন তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য আব্বাস বেগ। এই ঘটনার বিষয়ে তাঁরা নির্বাচন কমিশনকে জানিয়ে অভিযুক্তের শাস্তির দাবীতে মিছিল করে নন্দীগ্রাম থানায় যান।

kbcsdbcsdb

তাঁরা জানায়, মীনাক্ষী মুখোপাধ্যায় প্রচারে গেলে রাস্তায় তাঁকে ঘিরে ধরে তৃণমূলের সদস্যরা। মীনাক্ষীকে ঘিরে তাঁরা বলতে থাকে, ‘আপনি ভোট নিলে তৃণমূলের ক্ষতি হবে। আরও ২৭৩ টা বুথ আছে, আপনি অন্য বুথে যান। আমি অনুরোধ করছি আপনি এখানে আসবেন না। আমি যদি জানতাম আপনি আসছেন, তাহলে ভয়ঙ্কর পরিণতি হতে পারত।

nuvvnj

সিপিএম সমর্থকরা আরও অভিযোগ করেছেন, আব্বাস বেগ তৃণমূলের সদস্য হওয়ায় পুলিশ তাঁকে গ্রেফতার করতে ভয় পাচ্ছেন। ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে এদিন সিপিএম কর্মী সমর্থকরা নন্দীগ্রাম থানায় গিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন। জেলা বামফ্রন্টের আহ্বায়ক নিরঞ্জন সিহি, মহিলা নেত্রী কনীনিকা ঘোষরাও তাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রতিবাদে। তবে তৃণমূল নেতার দাবী, তাঁর বিরুদ্ধে করা অভিযোগ ভিত্তিহীন।

বাংলায় জমে উঠেছে নির্বাচনী তর্জা। প্রথম দফার নির্বাচনের আগে থেকেই নানা জায়গায় নানারকম সংঘর্ষের খবর পাওয়া গিয়েছিল। এমনকি নির্বাচনের দিনও বিভিন্ন বুথে কোথাও তৃণমূল, আবার কোথাও বিজেপির নামে নানারকম অভিযোগও ওঠে।

Smita Hari

সম্পর্কিত খবর