বাংলা হান্ট ডেস্কঃ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ‘ভূতুড়ে ভোটার’ ইস্যুতে সরগরম বাংলা। ইতিমধ্যেই এই নিয়ে একটি কমিটি গড়ে দিয়েছেন তৃণমূল (Trinamool Congress) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব সেই কমিটিতে রয়েছেন। তবে এবার আরও বড় পদক্ষেপের ঘোষণা করা হল। ভোটার তালিকায় ‘ভূত’ ধরতে নয়া পদ তৈরি করল তৃণমূল।
মেগা বৈঠকেই বড় ঘোষণা অভিষেকের (Abhishek Banerjee)!
শনিবার তৃণমূলের সর্বস্তরের নেতা, কর্মীদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। বিকেল ৪:৩০ নাগাদ সেই বৈঠক শুরু হয় বলে খবর। সেখানেই একগুচ্ছ ঘোষণা করেন তিনি। তৃণমূল সেনাপতি জানান, দলের তরফ থেকে ইলেকটোরাল রোল সুপারভাইজার নিয়োগ করা হবে। জেলা স্তর, টাউন স্তর, ব্লক স্তর, ওয়ার্ড স্তর, পঞ্চায়েত স্তর, বুথ স্তর অবধি কমিটি বানানো হবে।
বাড়ি বাড়ি গিয়ে নথি পরীক্ষার কাজ হবে। যদি সন্দেহ হয়, তাহলে নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মীকে তার তথ্য প্রদান করতে হবে। পঞ্চায়েত স্তরে এই কমিটি পঞ্চায়েত ইলেকটোরাল রোল সুপারভাইজার (Electoral Roll Supervisor) এবং টাউন স্তরে টাউন ইলেকটোরাল রোল সুপারভাইজার নামে পরিচিত হবে।
আরও পড়ুনঃ ‘হিন্দুত্ববাদী’ হলেই মিলবে চাকরি! মোটা টাকা বেতনে নিয়োগ করছে BJP! কোন পদে জানেন?
জানা যাচ্ছে, গতকালের মেগা বৈঠকের শুরুতেই এই নয়া পদ তৈরির ঘোষণা করেন অভিষেক। বলেন, ‘কংগ্রেস, শিবসেনা, এনসিপি এই ভুল মহারাষ্ট্রে করেছে বলে কারচুপি করে ভোটার তালিকা জাল করা হয়েছে। এই জালিয়াতি মমতা বন্দ্যোপাধ্যায় ধরেছেন। পশ্চিমবঙ্গ কিন্তু মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ নয়। এখানে সেটা করে ভোট জাল করবে ভেবেছে! সে গুড়ে বালি! এখানে সবাই পরপর যোগাযোগ রাখবে’।
এদিন ভোটার তালিকা নিয়ে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের সতর্ক করে দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। অভিষেক (Abhishek Banerjee) বলেন, ‘বাংলায় বিজেপির পরিকল্পনা হচ্ছে ২৫ লক্ষ ভোটার বাদ দিয়ে, নতুন করে ২৫ লক্ষ ভোটার ঢোকানো। আমরা অ্যাডিশন-ডিলিশন যদি চাই, দেখাতে পারবে না’।