‘সুযোগ পেলেই পার্টির ছেলেদের এখনও আমরা চাকরি দিই’, গলা উঁচিয়ে মন্তব্য উদয়ন গুহের

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে তোলপাড় রাজ্য। রাজ্যের একের পর এক নেতা-মন্ত্রীরা ধীরে ধীরে মুখ খুলছেন এই প্রসঙ্গে। যা নিয়ে ক্রমেই চড়ছে পারদ। এরই মাঝে এবার এই নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর (Udayan Guha)। নিয়োগ দুর্নীতি নিয়ে একদিন আগেই বাবা মৃত কমল গুহকে কাঠগোড়ায় তুলেছিলেন উদয়ন। এদিন ফের বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি। বললেন আজও সুযোগ হলে দলের ছেলেদের চাকরি দেওয়ার চেষ্টা করেন তিনি।

ঠিক কী বললেন উত্তরবঙ্গের হেভিওয়েট তৃণমূল নেতা? এদিন এক সংবাদমাধ্যমের কাছে উদয়বাবু বলেন, “আমি আবারও বলছি, বাম আমলে একটা কোটা সিস্টেম ছিল। বাম আমলে কোটা সিস্টেমে চাকরি হয়েছে এবং ফরওয়ার্ড ব্লক তার ভাগ পেয়েছে। ফরওয়ার্ড ব্লক ভাগ পাওয়া মানে কোচবিহারের অনেকের চাকরি হয়েছে। জেলা সম্পাদক হিসেবে বাবাকে সেই তালিকা অনুমোদন করতে হয়েছে। পরবর্তীকালে আমি যখন জেলা সম্পাদক ছিলাম আমাকেও দলের স্বার্থে সেই তালিকা অনুমোদন করতে হয়েছে। এটা জেনেই তালিকা অনুমোদন করেছি যে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হবেন।”

শুধু তাই নয়, তিনি আরও বলেন, “সুযোগ পেলে পার্টির ছেলেদের এখনও আমরা চাকরি দিই। আমি মন্ত্রী হিসেবে তিনজনকে সহকারী হিসেবে নিযুক্ত করতে পেরেছি। নিয়ম অনুযায়ী এক বছর পর তাদের চাকরি স্থায়ী হবে। সেই তিনজনের প্রত্যেকেই পার্টির ছেলে।” প্রকাশ্যে গলা উঁচিয়ে মন্ত্রীর করা এহেন মন্তব্য ঘিরে জোর চৰ্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

udayan

এর আগে কী বলেছিলেন? উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেছিলেন, বাম আমলে তার বাবাও বহু মানুষকে চাকরি পাইয়ে দিয়েছেন। তার কথায়, “আমার বাবা যখন বাম আমলে মন্ত্রী ছিলেন, তখন অনেক দপ্তরে নিয়োগ করেছিলেন। আগেও চাকরি দেওয়ার কাজ হতো, পরেও হবে।” প্রসঙ্গত, প্রাক্তন ফরওয়ার্ড ব্লক নেতা তথা বর্তমান দিনহাটার বিধায়ক উদয়ন গুহর বাবা বাম আমলে কৃষি মন্ত্রী ছিলেন।

তবে একের পর এক উদয়নের করা এইসব মন্তব্য যে শাসকদলে অস্বস্তি বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। শুক্রবার মন্ত্রীর করা এইসব মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, “উনি পাগলের মতো কী বলেছেন আমি জানিনা। কিন্তু চিরকুটে ওইভাবে চাকরি দেওয়া যায় না। চাকরি দেওয়ার জন্য অন্তত একটা আবেদন পত্র লাগে। আমি যখন প্রথম কাউন্সিলর হই তখন আমাকেও অনেকে পুরসভায় চাকরির জন্য অনুরোধ করত। রিক্রুটমেন্ট রুলস চালু হয়ে যাওয়ার পর থেকে এইভাবে চাকরি দেওয়া যায় না”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর