বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote)। বছর ঘুরলেই ভোটানুষ্ঠান। দিন কয়েকের অপেক্ষা মাত্র। ইতিমধ্যেই আটঘাট বেঁধে ভোট প্রস্তুতিতে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। চলছে সভা, পাল্টা সভা, আর সাথে অবশ্যই হুমকি- হুঁশিয়ারি। ভোট পূর্বে এবার বিজেপি (BJP) কর্মীদের ‘আড়ং ধোলাই’ এর নিদান দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা হেভিওয়েট তৃণমূল (TMC) নেতা উদয়ন গুহর (Udayan Guha) ছেলে সায়ন্তন গুহ (Sayantan Guha)।
বুধবার রাতে কোচবিহারের (Coochbehar) দিনহাটা (Dinhata) ভিলেজ ১ গ্রাম পঞ্চায়েতের এক সভায় বক্তৃতা রাখতে গিয়ে এমনই মন্তব্য করেন সায়ন্তন। ভোটপূর্বে মন্ত্রী পুত্রের এহেন মন্তব্য ঘিরে শোরগোল পরে গেছে গোটা জেলায়।
এদিন ঠিক কী বললেন মন্ত্রী পূত্র? গ্রাম পঞ্চায়েতের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “বিজেপির কর্মীরা আমার বাবাকে মেরে হাত ভেঙে দিয়েছিল। সাতদিন হাসপাতালে থাকতে হয়েছিল। ১৫ দিন বাড়িতে শোয়া অবস্থায় থাকতে হয়েছিল। এখন যদি বিজেপির কোনও গুন্ডাবাহিনী আমাদের কোনও কর্মীদের দিকে আঙ্গুল তোলে তাহলে একটাই দাওয়াই ‘আড়ং ধোলাই’। শুধু তাই নয় তিঁনি আরও বলেন, ‘এমন মার দেওয়া হবে যে তাকে খুঁজে পাওয়া যাবে না।“
প্রসঙ্গত, বারংবার হুমকি, হুঁশিয়ারি দিয়ে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এবার পঞ্চায়েত ভোট মুখে বাবার পথ অনুসরণ করেই ময়দানে নামলেন মন্ত্রী পূত্র। ভোট পূর্বে শাসক- বিরোধী দ্বন্দে কোচবিহারের মাটি ক্রমশ্যই উত্তপ্ত হয়ে উঠছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের।