আবার তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে,এবার চেয়ারম্যান এর বিরুদ্ধে কাটমানির অভিযোগ

BenglaHunt : আবার তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে।এবার চেয়ারম্যান এর বিরুদ্ধে স্বজন পোষণ, কাটমানির অভিযোগ তুলে নদীয়ার বীর নগর পুরসভায় বিক্ষোভ ভাইস চেয়ারম্যান ও তাদের অনুগামীদের।
অভিযোগ,চেয়ারম্যান এর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের সময় বিক্ষোভকারী কাউন্সিলর দের ওপর হামলা চালায় পুরসভার চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায় এর অনুগামী কাউন্সিলর ও তাদের অনুগামীরা।সূত্রের খবর,নদীয়ার বিরণগর পুরসভায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কাজ নিয়ে মতবিরোধ চলছে পুরসভার চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায় ও ভাইস চেয়ারম্যান এর মধ্যে।আর এই বিরোধ চরম জায়গায় পৌঁছায় মুখ্যমন্ত্রী এর কাট মানি ফেরত দেবার বক্তব্যের পর।

বিরণগর পুরসভা এলাকার কাউন্সিলর দের এক অংশের অভিযোগ,শৌচালয় দেওয়ার জন্য কোনো কারণ ছাড়া ও রশিদ ছাড়াই 3100 টাকা করে নিয়েছেন চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়।অভিযোগ,পুরসভার 11 জন মহিলা কর্মীকেও বেক্তিগত বিদ্বেষের কারণে কাজ থেকে বসিয়ে দিয়েছেন চেয়ারম্যান।অভিযোগ,রেশন কার্ড সহ একাধিক বিষয়ে চেয়ারম্যান অনুগামী কাউন্সিলররা বিভিন্ন সরকারি প্রকল্প এর সুবিধা দিতে টাকা দাবি করছেন।আর এই সবের প্রতিবাদে শুক্রবার বিরণগর পুরসভায় বিক্ষোভ দেখাতে গেলে কাউন্সিলারডের মধ্যে মারামারির ঘটনা ঘটে।পরে পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কে পুরসভার ভিতর তালা বন্ধ করে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন কিছু তৃণমূলী কাউন্সিলর ও তাদের অনুগামীরা।

87156 0610d119 fe81 4c9b a728 45cea988db55বিক্ষোভকারীদের তোলা অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান। তিনি বলেন ভাইস চেয়ারম্যান গোবিন্দ পোদ্দার এর অনুগামীরা মূলত চক্রান্ত করে আমার বিরুদ্ধে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। পৌরসভা ভাঙচুর করেছে এবং আমাকে মেরে ফেলার চক্রান্ত করেছিল।বিকেল থেকে শুরু হওয়া এই বিক্ষোভ সন্ধ্যা পর্যন্ত না ওঠায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছান রানাঘাট মহকুমা শাসক মনিস ভার্মা। যদিও তিনি ঘটনাস্থলে পৌঁছে মিডিয়াকে ছবি তুলতে বাধা দেন।


সম্পর্কিত খবর