নন্দীগ্রামের সন্ত্রাস শুভেন্দু! বিরোধী দলনেতার গ্রেফতারির দাবি ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির, দায়ের ২১টি FIR

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ নন্দীগ্রামে (Nandigram) তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) শহিদ মঞ্চে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। পরবর্তীতে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আক্রমণ করতে গিয়ে দেশের রাষ্ট্রপতিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন অখিল গিরি। সব মিলিয়ে শোরগোল সর্বত্র আর এবার শহিদ সভামঞ্চ পোড়ানোর পরিকল্পনা এবং চক্রান্তের অভিযোগে বিজেপি (Bharatiya Janata Party) নেতা শুভেন্দু অধিকারী এবং আরো ২১ জন বিজেপি নেতার বিরুদ্ধে গ্রেফতারির আর্জি জানালো ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি।

এক্ষেত্রে বর্তমানে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের করা হয়েছে বলে খবর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও মেঘনাথ পাল, শ্যামাপদ মাইতিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করাকে কেন্দ্র করে সরগরম বঙ্গ রাজনীতি।

উল্লেখ্য, তৃণমূলের শহিদ দিবস মঞ্চে আগুন লাগানোর ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অন্যান্য একাধিক বিজেপি নেতাদের বিরুদ্ধে এদিন এফআইআর দায়ের করেন সীতারাম করণ। এক্ষেত্রে শুভেন্দু অধিকারী ছাড়াও মন্ডল সভাপতি শ্যামাপদ মাইতি, মেঘনাথ পাল অশোক করণের মতো বিজেপি নেতাদের বিরুদ্ধে উক্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে।

এই প্রসঙ্গে এদিন তৃণমূল নন্দীগ্রাম ব্লক সভাপতি বাপ্পাদিত্যবাবু বলেন, “পুলিশ এবং তৃণমূল সরকারের ওপর আমাদের বিশ্বাস রয়েছে। বাংলায় প্রকৃত আইনের শাসন বর্তমান। শহিদদের সভামঞ্চে আগুন লাগানোর ঘটনায় যারা অভিযুক্ত, তাদেরকে দ্রুত গ্রেফতার করা হবে বলে আস্থা রয়েছে আমাদের।”

তিনি আরো বলেন, “অভিযুক্তরা কেউ ছাড় পাবে না। আইনের শাসন বর্তমান। মানুষ আমাদের পাশে রয়েছে। বিজেপি যে সকল কুকীর্তি করে চলেছে, তার জবাব দেব। আসলে ওদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। নন্দীগ্রামের অসংখ্য এলাকাবাসীরা শহিদ দিবসের সভায় আমাদের সঙ্গে যোগদান করেন। সেই কারণে ভয় পেয়ে গিয়েই মঞ্চে আগুন লাগানোর মত ঘটনা ঘটিয়েছে ওরা।”

অপরদিকে তৃণমূল কংগ্রেসের এহেন অভিযোগ উড়িয়ে দিয়েছে পদ্মফুল শিবির। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “নন্দীগ্রাম শান্ত রয়েছে। কিন্তু ইচ্ছে করে তা অশান্ত করার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী। আমাদের তৃণমূল কর্মী গোপাল গায়েনকে খুনের চেষ্টা করা হয়েছে। তিন দিনের মধ্যে সকল অভিযুক্ত শুভেন্দুকে গ্রেফতার করতে হবে।”

প্রসঙ্গত, পুলিশে এফআইআর-এ শুভেন্দু অধিকারীর নাম সরাসরি না নেওয়া হলেও এক্ষেত্রে বিরোধী দলনেতাকে গ্রেফতারের দাবি তুলেছে তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর অনুযায়ী, অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার পর তাদের বাড়িতে তল্লাশি চালানো হলেও এখনো পর্যন্ত বিশেষ কিছু মেলেনি পুলিশের হাতে।

সম্পর্কিত খবর

X