বাংলা হান্ট ডেস্ক: আজ শুক্রবার, রানী রাসমণি রোডে পুরোহিত সম্মেলনের আয়োজন আয়োজন করেছে তৃণমূল। সম্মেলনের প্রধান বক্তা মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সব পুরোহিতকে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। রানী রাসমণি রোডের সমাবেশে তিনি জানালেন, শীঘ্রই এই আবেদন জানিয়ে তিনি মুখ্যমন্ত্রীর কাছে দরবার করবেন।
আজকের পুরোহিত সম্মেলনে, রাজীব, অঞ্চল ভিত্তিক সংগঠন করার কথাও বলেন। তিনি এও বলেন এই বিষয় নিয়ে যাতে সব জায়গায় আওয়াজ ওঠে, সেদিকেও নজর রাখতে হবে। তাঁর দৃঢ় বিশ্বাস, সনাতন ব্রাহ্মণরা, তাদের প্রতি আশাবাদী হবেন। মঞ্চে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “ভাতা আমরা যেভাবে হোক লড়াই করে আনবো। আপনাদের মাথায় ছাদের ব্যবস্থা করবার চেষ্টা করবো।”
অন্যদিকে মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় নাম না করে বিজেপিকে কটাক্ষ করে বলেন, “একটা রাজনৈতিক দল শুধু রাজনীতি করে শ্রীরামকে এজেন্ট করছে। এখানে থেকে তাদের ধিক্কার জানাই।” তিনি বলেন, “ব্রাহ্মনরা আগামী দিনে পথ দেখাবে। কেউ কেউ আমাদের ছিবড়ের মতো ব্যবহার করে ফেলে দিয়েছে। তাই সংগঠিত করতে হবে। ব্রাহ্মণ পরিবারেরা কষ্ট থাকে। হিন্দু সংঘ সংগঠিত না।”
তৃণমূলের আয়োজিত এই পুরোহিত সম্মেলন নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিজেপি রাজ্য সভাপতি এই সম্মেলনকে ‘সবটাই ভোটবাক্সের রাজনীতি’ বলে কটাক্ষ করেছেন। দিলীপ ঘোষ সরাসরি তৃণমূলকে আক্রমণ করে বলেন, “বিজেপির দেখানো পথেই হাঁটছে তৃণমূল।”