হোটেল সমস্যার ইতি টানতে মোক্ষম চাল তৃণমূলের, বিপ্লবের গড়েই তৈরি হবে TMC ভবন

বাংলাহান্ট ডেস্কঃ একুশের বাংলা জয়ের পর, ২৩-র টার্গেট ত্রিপুরা (tripura) জয়। এভাবেই রাজ্যস্তর থেকে পেরিয়ে জাতীয় স্তরে জায়গা করার লক্ষ্যে ছুটছে তৃণমূল (tmc) শিবির। সেই মর্মেই ত্রিপুরা জয়ের টার্গেট নিয়েছে মমতা বাহিনী। সেই কারণে প্রায় প্রতিদিনই সেখানে গিয়ে নিজেদের জমি শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সবুজ শিবিরের বাঘা বাঘা কর্মকর্তারা।

তবে ত্রিপুরায় গিয়ে তাঁদের প্রধান সমস্যা হচ্ছে হোটেলে থাকা নিয়ে। রাজনৈতিক প্রচারের লক্ষ্যে ত্রিপুরা পৌঁছে গেলেও, সেখানে হোটেল পাওয়া নিয়ে তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে। তাই এবার প্রতিবেশি রাজ্য ত্রিপুরাতেই তৃণমূল ভবন (tmc bhavan) তৈরির সিদ্ধান্ত নিল মমতা বাহিনী।

tmc flag

সূত্রের খবর, আগরতলাতেই গড়ে উঠবে তৃণমূল ভবন। আর এই ভবন উদ্বোধন করতে আগামী মাসে আরও একবার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের গড়ে পা রাখতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, ত্রিপুরায় তৃণমূল বিজেপির সংঘর্ষের সূত্রপাত হয় আইপ্যাকের টিমকে হোটেলে আটকে রাখার বিষয়কে কেন্দ্র করে। এরপর থেকে নানা সময়ে তৃণমূলের নানান শীর্ষ নেতৃত্বরা ত্রিপুরায় গিয়ে নানারকম সমস্যার সম্মুখীন হয়েছেন। কখনও তাঁদের উপর আক্রমণের অভিযগ উঠেছে বিজেপির বিরুদ্ধে, আবার কখনও ফাইভ স্টার হোটেলেই উঠেছে বিদ্যুৎ বিয়োগের অভিযোগ। তবে সেসবের অবসান করতে এবার ত্রিপুরাতেই তৃণমূল ভবন তৈরির উদ্যোগ নিল সবুজ সরকার।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর