এই মুহূর্তে লোক সভার নির্বাচন হলে ৩৮টি আসন পাবে তৃণমূল, বিজেপি ৪! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

বাংলাহান্ট ডেস্ক : বিস্ফোরক তথ্য উঠে এল এক সমীক্ষায়। এই মুহুর্তে যদি লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) হয়, তাহলে বাংলায় কতগুলি আসন পেতে পারে তৃণমূল (TMC)? এটিই ছিল বিষয়। গোপনে সমীক্ষা রিপোর্ট বলছে ভরাডুবি হবে বিজেপির। যদিও মজার বিষয় হলো এই সমীক্ষা করেছে জোড়াফুল শিবির।

বাংলায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিদ্ধস্ত তৃণমূল। ইডি-র হপফাজতে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর এখন রয়েছে জেলে। সিবিআই-র জালে আটক হয়েছেন এসএসসি কমিটির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা। গ্রেফতার করা হয়েছেন কমিটির সদস্য  অশোক সাহাও।

অপরদিকে গরু পাচারকাণ্ডে বৃহস্পতিবার সকালেই গ্রেফতার হলেন অনুব্রত মণ্ডল। একের পর এক দুর্নীতি ইস্যুতে রীতিমতো নাস্তানাবুদ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। কিন্তু তৃণমূলের হাবভাব ‘কুছ পরোয়া নেহি’। কারণ, ২৪-র লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে সমীক্ষা চালাল তৃণমূল। সেই সমীক্ষার রিপোর্টের নাকি স্বস্তি তৃণমূল শিবিরে।

কী বলছে সমীক্ষার রিপোর্ট ? দলীয় সূত্রে খবর, সমীক্ষা রিপোর্ট বলছে, এখনই যদি ২৪-র লোকসভা নির্বাচন হয় তাহলে বাংলায়  ৪২টির মধ্যে অন্তত ৩৮টি আসনে জিতবে তৃণমূল। আর বিজেপি? মাত্র ৪টি। দার্জিলিং, আলিপুরদুয়ার, রানাঘাট ও পুরুলিয়া। যদিও এই সমীক্ষার রিপোর্টকে তুলোধোনা করেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। সংবাদমাধ্যমকে তিনি বললেন, ‘স্বপ্নের খিচুড়িতে কেউ ১ চামচ, কেউ ২ চামচ মেশাতে মেশাতেই ৩৮ চামচে পৌঁছে দিয়েছে। স্বপ্ন দেখা ভালো। তাতে শরীর ও মন দুই ভালো থাকে। তবে একটা সাধুবাদ জানাচ্ছি, গতবার বলেছিলে ৪২-এ ৪২। ২০১৯-এ বিজেপি ফিনিস। এবার অন্তত সেই ঔদ্ধত্যটা দেখায়নি’। দাবি করলেন, ‘আমাদের আসনসংখ্যা গোনা ২০২৪-র পর শুরু হবে’।

অপরদিকে শুভেন্দু অধিকারী ‘ভবিষ্যদ্ববাণী’ করেন, ‘ডিসেম্বরের পর এই সরকারটাই আর থাকবে না’। বিরোধী দলনেতা বলেন, ‘২০২৪ সালে লোকসভা ও বিধানসভা ভোট একসঙ্গে হবে। শুধু দেখতে থাকুন’। শুভেন্দুর মন্তব্যকে আবার কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেন, ‘এখানে বিরোধী দলনেতা কী বলছেন, তিনি কী ধরণের জ্যোতিষী জানি না।  ওঁকে বিহারে নিতে যেতে পারত। বিহারটা সামলে দিতে পারতেন। উনি যত কম কথা বলেন, দলের পক্ষে ততই ভালো। ওঁর পক্ষেও ভালো’।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর