লোকসভা ভোটে কত আসন পাবে তৃণমূল? বাংলায় দাঁড়িয়ে বিরাট দাবি মোদীর, তুমুল চর্চা!

বাংলা হান্ট ডেস্কঃ তৃতীয় দফার লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগে ফের রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী। আজ ‘মহুয়াগড়’ কৃষ্ণনগরে সভা করছেন তিনি। এই সভায় দাঁড়িয়ে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কতগুলি আসন জিতবে তার ভবিষ্যদ্বাণী করেন পিএম মোদী (Narendra Modi)। সেই সঙ্গেই বাম-কংগ্রেস প্রসঙ্গেও মুখ খোলেন তিনি।

কৃষ্ণনগরের (Krishnanagar) সভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, উনিশের নির্বাচনে কুড়ির গণ্ডির টপকালেও, এবার গোটা দেশে ১৫টি আসনেও জিতবে না জোড়াফুল শিবির। মোদীর কথায়, ‘এই ভোট দেশের ভোট। দেশের সরকার তৈরির ভোট। তাই এখানে কাকে সরকারে বসাতে হবে, সেটা আপনাদের ঠিক করতে হবে’। এরপরেই তৃণমূলের (TMC) আসন সংখ্যা নিয়ে ভবিষ্যদ্বাণী করেন তিনি।

পিএম মোদী বলেন, ‘তৃণমূল কংগ্রেস তো গোটা দেশে ১৫টি আসনেও জিতবে না। তাহলে আপনারাই বলুন, ১৫টি আসন নিয়ে কি ওরা সরকার তৈরি করতে পারবে?’ এরপর কংগ্রেস কত আসনে জিতবে তা নিয়েও মুখ খোলেন তিনি। বলেন, গোটা দেশে ৫০ আসনেও জিততে পারবে সোনিয়া গান্ধী-রাহুল গান্ধীদের দল।

আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক বোমা! এবার কুণালের বিরুদ্ধে বিস্ফোরক পার্থ, শোরগোল রাজ্যে

প্রধানমন্ত্রীর কথায়, ‘যত শক্তিই দেখাক না কেন, গোটা দেশে হাফ সেঞ্চুরিও করতে পারবে না কংগ্রেস। তাহলে যে ৫০ আসনেও জিততে পারছে না, সে সরকার কীভাবে তৈরি করবে?’ তৃণমূল-কংগ্রেসের পর বামেদের নিশানা করেন তিনি। মোদী বলেন, ‘এবার বাম মোর্চায় আসুন। একটা সময় ছিল, যখন এখানে ওদের সূর্য ডুবতো না। আর এখন দেখুন, ওদের দেখাই যায় না! তাহলে ওরা কি সরকার তৈরি করতে পারবে?’।

বাংলায় দাঁড়িয়ে মোদী বলেন, এই নির্বাচনে এটা পরিষ্কার, কেউ যদি সরকার তৈরি করতে পারে, তাহলে সেটা হল এনডিএ এবং বিজেপি। আত্মবিশ্বাসের সুরে প্রধানমন্ত্রী বলেন, ‘এবারও আমরা সরকার গঠন করছি। তবে এখন তর্ক হল, এনডিএ ৪০০ পার করতে পারবে কিনা! আমাদের একদল বলছে, ৪০০-এর থেকে কিছু কম হলেও হতে পারে, আরেকদলের আবার দাবি, ৪০০ টপকে যাবে’।

Narendra Modi rally

কৃষ্ণনগরের সভায় দাঁড়িয়ে ফের একবার সন্দেশখালি ইস্যু নিয়ে সুর চড়াতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। মোদী বলেন, ‘তৃণমূল কংগ্রেস হল তোলাবাজদের সরকার। প্রত্যেকদিন আদালত ওদের দায়িত্ব স্মরণ করিয়ে দেয়। কারণ ওরা সংবিধান মেনে একটা কাজও করে না। সন্দেশখালিতে কী হয়েছে সেটা আপনারা প্রত্যেকে দেখেছেন। সেখানে কী চলছে তৃণমূল নেতারা আগে থেকেই জানতেন । ওখান থেকে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। সেগুলো কি গণতন্ত্র রক্ষার্থে?’

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর