বাংলাহান্ট ডেস্কঃ প্রথম দফা ভোটের শুরুতেই শাসক-বিরোধী উভয় শিবিরই একে অপরের দিকে অভিযোগের পাল্টা অভিযোগ ছুঁড়ে দিচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে পাঁচ মিনিটের ব্যবধানে ভোট দানের হার অর্ধেক হয়ে যাওয়ার মত চাঞ্চল্যকর অভিযোগ তুলল মুখ্যমন্ত্রী মমতা। এদিন সকাল দশটা নাগাদ টুইটারে নির্বাচন কমিশনের কাছে এই অভিযোগ তোলেন তিনি।
একটি টুইট করে তিনি লেখেন, কি হয়েছে কমিশনের ? পরপরই তিনি প্রশ্ন তোলেন আপনি কিভাবে ব্যাখ্যা করবেন মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে ভোট দানের হার অর্ধেক হয়ে গেল। এটি বলে তিনি নিজে ‘মর্মাহত’ বলেও উল্লেখ করেন। টুইটারে এই অভিযোগ করে রাজ্যের নির্বাচন কমিশনের সিইওকে খতিয়ে দেখারও অবেদন করেন তিনি।
TMC knows that it is losing & that's why it is saying all this. For such complaints, TMC should go to the Election Commission. TMC & Mamata Banerjee are under pressure and that is why they are saying such things: BJP West Bengal Pres Dilip Ghosh on TMC alleging rigging of polls pic.twitter.com/81XvGsEl76
— ANI (@ANI) March 27, 2021
তৃণমূলের অভিযোগ মেদিনিপুর জেলার নির্বাচনী এলাকা গুলিতে ভোটগ্রহণ অর্ধেক হয়ে গেছে। সঙ্গে কত শতাংশ ভোট পড়েছে তার একটি হিসাব তুলে ধরে দলের পক্ষ থেকে পূর্ণ আপডেট চাওয়া হয়েছে। এর পাশাপাশি রাজ্যে প্রথম দফা ভোটে একাধিক কেন্দ্র থেকে শাসক ও বিরোধীদলের সংঘাতের খবর পাওয়া যাচ্ছে, যা থেকে বাদ যায়নি বাম শিবিরও। সেই মত এহেন পরিস্থিতিতে শান্তিপূর্ণ ভোটের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল।
অন্যদিকে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমো মমতার এদিনের টুইট প্রসঙ্গে রাজ্যের বিজেপি (BJP) সভাপতি দিলীপ ঘোষ দাবি করেন, এই ভোটে তৃণমূল বুঝতে পারছে তাঁদের পরাজয় নিশ্চিত। তাই তারা এই জাতীয় অভিযোগ করছে। এমনকি তিনি এও বলেন যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাপে রয়েছেন।