বাংলাহান্ট ডেস্কঃ নতুন দায়িত্ব কাধেঁ নিয়েই, তৃণমূলের (tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে সোমবার বিকেলে প্রথমবার সাংবাদিক সম্মেলন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলকে কিভাবে সর্বভারতীয় ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, সেই বর্ণনার পাশাপাশি বিরোধীদের আক্রমণ করতেও ছাড়লেন না তিনি।
সোমবার বিকেলে সাংবাদিক সম্মেলন থেকেই বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গত পরশু দিন এক বিরোধী নেতা বললেন, ৪০ লাখ বাঙালি বাইরে থাকেন। বিজেপি শাসিত রাজ্যের উদাহরণ দিয়ে বলছেন, সময় হলে তারাও দেখে নেবে। মানুষ ঠিক এর জবাব দেবেই’।
পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে ওঠা পরিবারতন্ত্রের অভিযোগের বিরুদ্ধে সরব হয়ে বলেন, ‘আমার নিয়োগ নিয়ে এত আতঙ্ক কেন আপনাদের মধ্যে? বিসিসিআইয়ের পদ কি ছেড়ে দেবেন জয় শাহ? অমিত মালব্যজিকে বলব, দিল্লী গিয়ে নেতাদের বলুন একটা আইন তৈরি করতে। আর সেখানে বলা হবে কোন রাজনৈতিক নেতার পরিবারের কোন সদস্য রাজনীতি করতে পারবেন না। তখনই আমি পদত্যাগ করব। গোটা দেশে শুধুমাত্র তৃণমূলই একমাত্র দল, যারা ওয়ান ম্যান ওয়ান পদের কথা বলেছে’।
দলকে সর্বভারতীয় স্তরে পৌঁছে দেওয়ার জন্য কিভাবে এগোবেন তারও কিছুটা আভাস দেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মাত্র দুদিন আগেই আমি দায়িত্ব পেয়েছি। তৃণমূল ভবিষ্যতে কিভাবে এগোবে, একমাসের মধ্যেই সেই প্ল্যান তৈরী করে ফেলব। বাংলা ছাড়া কোন কোন রাজ্যে সদস্য গড়ে তোলা হবে, তাও ঠিক করা হবে’।