বাংলাহান্ট ডেস্ক : ভয়ংকর অভিযোগ উঠে এল সীমান্ত রক্ষী বাহিনীর (BSF) বিরুদ্ধে। কোলের সন্তানকে ছুঁড়ে ফেলে গৃহবধূকে গণধর্ষণের (Gang rape) নৃশংস ঘটনা ঘটল বাংলার বুকে। উত্তর ২৪ পরগনার সীমান্ত এলাকা বাগদার এই ঘটনায় তোলপাড় গোটা দেশ। অভিযুক্ত জওয়ানদের গ্রেপ্তার করে ৭ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। যাঁদের হাতে দেশের নিরাপত্তার ভার, সেই জওয়ানই যখন ‘ভক্ষক’ হয়ে ওঠেন, তখন তো এই আশঙ্কা হওয়ারই কথা। এই পরিস্থিতিতে বিএসএফের ভূমিকা নিয়ে এবার প্রতিবাদ মিছিলে নামছে তৃণমূল। জানা গিয়েছে, রবিবার দুপুর নাগাদ বাগদায় (Bagda) মিছিল করবে শাসক দল। মিছিলের নেতৃত্বে থাকবেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।
দিন দুই আগের ঘটনা। বৃহস্পতিবার রাতের অন্ধকারে পটল খেতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে বিএসএফের (BSF) এক এএসআই ও এক কনস্টেবলের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার বাগদা থানার জিতপুর সীমান্তের ঘটনা ঘটে। গত শুক্রবার বিকেলে ওই মহিলা বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সন্ধ্যায় পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। শনিবার তাদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে দু’জনকে ৭ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধৃতদের নাম আলতাফ হোসেন এবং এস পি চেরো। তারা বিএসএফের ৬৮ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত। ঘটনার পর তাদের সাসপেন্ড করা হয়েছে।
এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই সরব হয়েছে তৃণমূলের (TMC) মহিলা প্রতিনিধিরাও। শশী পাঁজা, কাকলি ঘোষ দস্তিদাররা টুইট করে ক্ষোভ উগড়ে দেন।আধা-সামরিক বাহিনীর হাতে একজন মহিলার হেনস্তা কোনও ভাবেই গ্রহণ করা যায় না। অভিযুক্ত জওয়ানদের কঠিন শাস্তি দাবি করেন তাঁরা।