নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ‘মুখ’ মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধীদের সঙ্গে আলোচনা করবে তৃণমূল

বাংলা হান্ট ডেস্কঃ সামনেই লোকসভা নির্বাচন আর তার প্রাক্কালে দেশের বুকে ক্ষমতা দখলে ক্রমশ তৎপর হয়ে উঠেছে কেন্দ্র ও বিরোধী দুই শিবিরই। একদিকে যেমন শাহ-মোদী জুটি মিলে একের পর এক পরিকল্পনা কষে চলেছে, আবার অপরদিকে বিজেপি সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে পাল্টা স্ট্র্যাটেজি বানিয়ে চলেছে বিরোধী দলগুলি। এক্ষেত্রে দেশের সকল আঞ্চলিক দলকে এক ছাতার তলায় নিয়ে আসতে তৎপর তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। অতীতেও একাধিকবার বিরোধী জোটের কথা শোনা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গলায় আর এবার মোদীর বিপক্ষে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে উঠে আসলো স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রীর নাম। তবে কি ২০২৪ সালে নরেন্দ্র মোদীর (Narendra Modi) বিরুদ্ধে প্রধানমন্ত্রী পদে লড়াই করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? জল্পনা তুঙ্গে।

উল্লেখ্য, সাম্প্রতিককালে বেশ কয়েকটি নির্বাচনে বিরোধীরা মুখ থুবড়ে পড়েছে। রাষ্ট্রপতি নির্বাচন হোক কিংবা উপরাষ্ট্রপতি ভোট, দেশের সর্বত্রই নির্বাচনে জয় পেয়েছে বিজেপি। তবে হাল ছাড়তে নারাজ বিরোধীরা। বর্তমানে বিহারে বিজেপি সরকারের পতন ঘটিয়ে ক্ষমতায় এসেছে আরজেডি, জেডিইউ ও কংগ্রেস জোট আর সেই সূত্র ধরে নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে আঞ্চলিক দলগুলি।

অপরদিকে, গত বিধানসভা নির্বাচনে বাংলায় বিপুল পরিমাণে জয়লাভের পর থেকেই গোটা দেশজুড়ে নিজেদের ক্ষমতা বিস্তারে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। তবে বর্তমানে একাধিক দুর্নীতি মামলায় জড়িয়ে পড়ায় ক্রমাগত অস্বস্তি বেড়ে চলেছে তাদের। এ সকল ঘটনার দরুণ বিরোধীরা যখন রাজ্য সরকারকে একের পর এক আক্রমণ শানিয়ে চলেছে সেই মুহূর্তে দাঁড়িয়েও দিল্লি জয়ের আশা কখনোই ছাড়তে চাইছে না দল। সে বিষয়েই এদিন মন্তব্য প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়।

এদিন তৃণমূল নেতা জানান, “দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে পদপ্রার্থী হিসেবে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে তাঁর নাম মনোনয়ন করার জন্য আমাদের চেষ্টা থাকবে। এ বিষয়ে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করবে তৃণমূল।”

Untitled design 38 3

প্রসঙ্গত, বর্তমানে আঞ্চলিক দলগুলির মধ্যে অন্যতম শক্তিশালী তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে অতীতেও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে “মুখ’ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় নাম উঠে এসেছে বারংবার এবং সে বিষয়ে মান্যতা দিয়েছে অন্যান্য একাধিক দলের নেতা-নেত্রীরাও। ফলে যখন লোকসভা নির্বাচনের প্রাক্কালে আর বেশি সময় বাকি নেই, সেই মুহূর্তে দাঁড়িয়ে সৌগত রায়ের এহেন মন্তব্য দেশের রাজনীতিতে যথেষ্ট জল্পনার সৃষ্টি করেছে। তবে বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় নিয়ে এসে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সুপারিশ করা যায় কিনা, সেটাই দেখার।


Sayan Das

সম্পর্কিত খবর