বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় সরগরম রাজ্য রাজনীতি। গত কয়েক মাসে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন একের পর এক হেভিওয়েট নেতা মন্ত্রী। আপাতত জেলের ঘানি টানছেন তারা সকলেই।
নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত শ্রীঘরেই থাকতে হবে অন্যতম অভিযুক্ত শাসক দলের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ( Partha Chatterjee )। প্রসঙ্গত বিগত ৫ মাস থেকে জেলেই রয়েছেন তিনি। বারংবার জামিনের আর্জি জানিয়েও কোনো সুরাহা হয়নি। বহুদিন বিচারকের প্রশ্নের পরও শেষ হয়নি তদন্ত।
এদিনই আদালত থেকে বেরোনোর সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, পার্থদা, সামনে পঞ্চায়েত ভোট কে জিতবে? তিনি ফের দলের উপরই ভরসা দেখিয়ে উচ্চ স্বরে বলেন,! “তৃণমূল, তৃণমূল। ” দল ত্যাগ করলেও এখনো যে তিনি দলের সাথেই আছেন সে কথার প্রমাণ দিলেন আবারো। এই প্রথম নয়, আগেও বন্দি দশাতে এর আগেও পার্থর মুখে শোনা গেছে দলের গুণগান।
তবে বন্দি পার্থর এই ভবিষ্যদ্বাণীর পর কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে শাসক দল। ‘ওর পর্যবেক্ষণে কী যায় আসে’, খানিক এমন মন্তব্যও শোনা গেলো তৃণমূলের অন্দরমহল থেকে। আর এই কথা বলেছেন কুণাল ঘোষ। কুণালবাবু বলেন, ‘ওর বক্তব্যের উপর মন্তব্য নেই। দর্শকের মতো পাঠকের মতো সবাই দেখছে। সবাই জানে তৃণমূল জিতবে সবাই। ওর পর্যবেক্ষণে কী যায় আসে।”
প্রসঙ্গত পার্থ ঘনিষ্ঠের বাড়ি থেকে কোটি কোটি টাকা ও সোনার গয়না উদ্ধারের পর গত ২৩ জুলাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেফতার হন তিনি। অস্বস্তি কাটাতে গ্রেফতারির ৬ দিন পর পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরিয়ে সাসপেন্ডও করে শাসকদল।
অথচ দীর্ঘ প্রায় ৫ মাস ধরে শ্রীঘরে থেকেও তৃণমূলের হয়েই ভবিষ্যদ্বাণী করলেন তিনি। সাথেই জানান দিলেন তার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে এখনো বিরাজ করে শুধুই তৃণমূল।