বাংলা হান্ট ডেস্কঃ দোরগোড়ায় লোকসভা নির্বাচন (Loksabha Election)। দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি ঠিকই তবে ইতিমধ্যেই বেজে গিয়েছে ভোটের দামামা। শাসক থেকে বিরোধী, সব শিবিরেই প্রস্তুতি তুঙ্গে। পাখির চোখ প্রধানমন্ত্রীর গদি। ভোটের গরম আবহে কোন রাজ্যে কোন রাজনৈতিক দল কেমন পারফরমেন্স করতে চলেছে সেই নিয়ে হাজারো আলোচনা। এরই মধ্যে এবার ইন্ডিয়া টুডে’ প্রকাশ করেছে মুড অফ দ্য নেশন (Mood of the Nation) সমীক্ষা। সেই রিপোর্টে যা উঠে এসেছে তাতে বাংলায় এবার লোকসভা ভোটে ফের জয় হবে ‘মা-মাটি-মানুষের’ তৃণমূলেরই (Trinamool Congress)।
সমীক্ষা বলছে, ২০২৪ এও রাজ্যে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসই (TMC)। ৪২টি আসনের মধ্যে সবথেকে বেশি আসন নিজেদের ঝুলিতে ভরবে ঘাসফুল শিবিরই। তবে বাংলায় তেজ বাড়াবে গেরুয়া শিবির। বিজেপির (BJP) আসনসংখ্যা বাড়বে এমন তথ্যই কিন্তু দিচ্ছে সমীক্ষা।
কোন শিবিরে কটি আসন যাচ্ছে? সমীক্ষা অনুযায়ী, বাংলার শাসকদল তৃণমূল পাবে ২২টি আসন। আর বিজেপি পেতে চলেছে ১৯টি আসন। কংগ্রেসের (Congress) ঝুলিতে যেতে পারে মাত্র একটি আসনে। এবার ফিরে দেখা যাক ২০১৯ সালের পরিসংখ্যান। গত লোকসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল ২২টি আসন। এবারও তা অপরিবর্তিতই থাকবে এমনই দাবি করছে সমীক্ষা। এদিকে সেই বার বিজেপি জিতেছিল ১৮টি আসন। কংগ্রেস পেয়েছিল ২টি আসন। কংগ্রেসের পাওয়া একটি আসন এবার বিজেপির দখলে যাবে বলে মনে করা হচ্ছে।
তথ্য অনুযায়ী, বাংলার সব লোকসভা কেন্দ্রেই ইন্ডিয়া টুডের এই সমীক্ষা চালানো হয়েছিল। জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ৩৫ হাজার ৮০১ জনকে। তার ভিত্তিতেই সামনে এসেছে সমীক্ষার ফলাফল। ২০২৩ সালের ১৫ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত চলে সমীক্ষা।
আরও পড়ুন: রুষ্ট দেব! বোঝাতে এবার আসরে নামলেন খোদ অভিষেক, বিরাট ছক তৃণমূল সাংসদের
বাংলায় ইন্ডিয়া জোট নিয়ে বেশ কিছুদিন চলেছে টানাপোড়েন। যদিও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই জানিয়ে দিয়েছেন ৪২ আসনেই প্রার্থী দিচ্ছে দল। অর্থাৎ কংগ্রেসের সাথে জোট সমঝোতা হচ্ছে না। তবে এতে তৃণমূলের কোনও ক্ষতিও হচ্ছে না। দেখা যাচ্ছে তৃণমূলের আসন সংখ্যা অপরিবর্তিতই থাকছে। উল্টে কংগ্রেসকেই আরও একটি আসন হারাতে হতে পারে এমনই আঁচ দিচ্ছে সমীক্ষা।