বাংলাহান্ট ডেস্কঃ রবিবার বাংলা (west bengal) সহ আরও ৪ টি রাজ্যে গোট গণনা থাকলেও, পাখির চোখ ছিল বাংলার দিকেই। লড়াইটা চলছিল সমানে সমানে- তৃণমূল (tmc) বনাম বিজেপির (bjp) লড়াই। বিগত এক মাসে বিজেপির সর্বভারতীয় সভাপতি থেকে শুরু করে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী- বুহুবার বাংলায় এসেছেন।
গত কয়েকদিনে বিভিন্ন জায়গায় একাধিক সভা, সমাবেশ, রোড শো করে বাংলা জয়ের টার্গেট নিয়ে ২০০-র বেশি আসন পাওয়ার স্বপ্ন দেখেছিল বিজেপি শিবির। অন্যদিকে তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী ছিল- দুই অঙ্কের গণ্ডি পেরোতে পারবে না বিজেপি।
সকাল সকাল থেকে টানটান উত্তেজনা নিয়ে দিয়ে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যেই শুরু হয়েছিল ভোট গণনার কাজ। সকাল থেকেই বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছিলেন- ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। কারণ, সকাল থেকেই তৃণমূলের দিকেই পাল্লা ভারী ছিল, আর বেলা গড়াতে সেটা আরও গভীরভাবে প্রমাণিত হয়। তবে হাইভোল্টেজ নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি পরাজিত হলেও, গোটা বাংলার আকাশ জুড়ে ছেয়ে গিয়েছে সুবজ আভা। প্রশান্ত কিশোরের কথাই সত্যি প্রমাণিত হল।
তৃণমূল নির্বাচনে জয়লাভ করতেই অন্যদিকে স্যোশাল মিডিয়ায় শুরু হয় ট্রোলের বন্যা। প্রধানমন্ত্রী মোদী থেকে শুরু করে অমিত শাহ, যোগী- বাদ গেলেন না কেউই। নানাভাবে কার্টুন চিত্র হোক, কিংবা কোন মজাদার ভিডিও- নেটদুনিয়ায় বিভিন্ন ভাবে আক্রমণের শিকার হয়েছে বিজেপি শিবির। অন্যদিকে নেটদুনিয়ার এই ব্যঙ্গার্থের তীর গিয়ে লেগেছে বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তীর গায়েও। ‘রাজনীতি কবে ছাড়ছেন’- এমন প্রশ্ন শুনতে হয়েছে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকেও।
https://twitter.com/shadyfreak27/status/1388850069827248130
https://twitter.com/Mamtabengal/status/1388850371167080452
https://twitter.com/Khan____INC/status/1388798696398082048
https://twitter.com/Mayanksingh_7/status/1388834213168926725
Even BJP workers are Happy that Modi – Shah lost in Bengal…
Saying that their Arrogance had to be Crushed to the ground✌️#दीदी_ओ_दीदी pic.twitter.com/khH8G4Obpw
— Owais اویس (@Al_Owais92) May 2, 2021
#दीदी_ओ_दीदी Did not give SIDE to चाचा ओ चाचा in Bengal pic.twitter.com/J09NwEuvLv
— Mohd Abdul Sattar (@SattarFarooqui) May 2, 2021
https://twitter.com/Lovemahal16/status/1388806823004807168
https://twitter.com/AAPVed/status/1388849382758354950
https://twitter.com/VishalS89540057/status/1388801233033437186