উপনির্বাচনে অব্যাহত সবুজ ঝড়! বনগাঁর পাশাপাশি আসানসোলেও জয়ী তৃণমূল, উত্থান বামেদের

বাংলা হান্ট ডেস্কঃ একের পর এক উঠে চলা দুর্নীতি মামলা, সঙ্গে দলীয় কোন্দল; এই সকল ইস্যুকে হাতিয়ার করেই তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) একঘরে করতে মরিয়া বিরোধী দলগুলি। তবে সকল বাধা পেরিয়ে উপনির্বাচনের ফলাফলে দেখা গেল সবুজ ঝড়! বনগাঁ (Bangaon) এবং আসানসোলের (Asansol) দুটি ওয়ার্ডের উপনির্বাচনে বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করল রাজ্যের শাসক দল। উল্লেখযোগ্যভাবে, এদিন আসানসোলের ভোটে বিজেপিকে (BJP) সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা, যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে।

গত পুরসভা ভোটে বনগাঁর ১৪ নম্বর ওয়ার্ড এবং আসানসোলের ৬ নম্বর ওয়ার্ড থেকে জয়লাভ করেন যথাক্রমে দিলীপ দাস এবং সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। তবে পরবর্তীতে দিলীপ দাস মারা গেলে বনগাঁ পুরসভায় ফের একবার নির্বাচন ঘোষণা করা হয়। অপরদিকে, আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের জন্য জেতা কেন্দ্র থেকে পদত্যাগ করতে হয় সঞ্জয় বন্দ্যোপাধ্যায়কে। গত রবিবার এই দুটি কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়, যার ফলাফল ঘোষণা হলো এদিন।

এদিন গণনা শুরু হতেই অবশ্য তৃণমূলের জয় একপ্রকার নিশ্চিত হয়ে যায়। এই মুহূর্তে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, বনগাঁর পুরসভা ভোটে জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পাপাই রাহা। এক্ষেত্রে দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থীর তুলনায় ২৮৮৮ ভোটে জয় লাভ করেন তিনি। অপরদিকে, আসানসোলেও বিধান উপাধ্যায় ৬৬৮৩ ভোট পেয়ে জয়ী হন। তবে এক্ষেত্রে উল্লেখযোগ্য ভাবে বিজেপিকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম।

Tmc

উল্লেখ্য, গত রবিবার উপনির্বাচনের সময় বনগাঁ এবং আসানসোল, দুই কেন্দ্র থেকেই অশান্তির বেশ কয়েকটি চিত্র সামনে উঠে আসে।  এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বহিরাগতদের ঢুকিয়ে বলপূর্বক ভোট করানোর দাবি তোলা বিরোধীরা। তবে এদিন ভোটে জয়লাভের পর তাদের সকল অভিযোগ উড়িয়ে দিয়ে শাসকদলের দাবি, “পরাজয় এক প্রকার নিশ্চিত জেনেই ওরা আমাদের বিরুদ্ধে অভিযোগ এনেছিল। তবে মানুষ আমাদের ওপর ভরসা রেখেছেন। তাই আমরা জয়লাভ করেছি।”

Sayan Das

সম্পর্কিত খবর