সবুজের রমরমা! বাম-বিজেপি জোটকে পর্যুদস্ত করে এগরার উন্নয়ন সমিতির ভোটে জয়ী তৃণমূল

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ফের সবুজ ঝড়ে উড়ল বাম-বিজেপি (Left-BJP)। আরও একটি সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে জয়ী ঘাসফুল বাহিনী। পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur) এগরা (Egra) ১ নম্বর ব্লকের নেগুয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে সবকটি আসনে জয়লাভ করল শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) । এই কৃষি উন্নয়ন সমিতির মোট আসন সংখ্যা ১২ টি। পঞ্চায়েত ভোট পূর্বে এহেন জয় যে শাসকদলে বাড়তি অক্সিজেন জোগাল, তা বলার অপেক্ষা রাখে না।

গতবছর ‘বহরমপুর কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড’-র ন্যায় এবারও নেগুয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে জোট গড়ে নির্বাচনে অংশ নিয়েছিল বাম-বিজেপি। মঙ্গলবার ভোট প্রক্রিয়া শুরু হয় সকাল ১০টায়। বিকাল ৪টা নাগাদ তা শেষ হয় । ভোট শেষে দেখা যায় প্রতিটি আসনেই ফুটেছে জোড়াফুল।

উল্লেখ্য, ১২ টি আসনেই তৃণমূল ও বিজেপি-বাম জোট তাদের প্রতিনিধি দিয়েছিলেন। জোটের মধ্যে বামেরা ৪টি আসনে ও বিজেপি ৮টি আসনে প্রার্থী দিয়েছিল। তৃণমূলও ১২টি আসনেই প্রার্থী দেয়। তবে কাজে আসলনা জোটের পরিকল্পনা। তৃণমূল একাই পরাস্ত করল রাম-বাম কে। স্বাভাবিকভাবেই এই জয়লাভের পর শাসকদলের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এদিন জয় উদযাপনে সবুজ আবির নিয়ে খেলায় মাতেন শাসকদলের কর্মীরা। চলে মিষ্টি মুখ পর্ব।

tmc flag

এই জয় প্রসঙ্গে, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তরুণ মাইতি বলেন, “রাম-বাম জোটকে পরাস্ত করেছে তৃণমূল। অশুভ আঁতাত মানুষ বুঝে গিয়েছে। এই অনৈতিক জোটকে মানুষ পরবর্তী ভোটগুলিতে পরাস্ত করবে।” তবে অন্যদিকে, ঘাসফুলের এই জয়কে গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির। এই বিষয়ে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সহ সভাপতি অসীম মিশ্র জানান, “এই জয়ের কোনও কৃতিত্ব নেই তৃণমূলের। নিজেদের দলের লোককে ওই সমিতির সদস্য করেছে শাসকদল। “

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X