শুভেন্দুর গাড়িতে হামলা তৃণমূল কর্মীদের, নন্দীগ্রামে তুমুল উত্তেজনা

বাংলাহান্ট ডেস্কঃ দ্বিতীয় দফা ভোটের প্রাক্কলেই শেষ মুহূর্তের প্রচারে বেরিয়ে নিজভূমিতেই তুমুল বিক্ষোভের মুখে পড়েন ‘ভূমিপুত্র’ শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের আসাদতলায় শুভেন্দর গাড়ি লক্ষ করে চড়াও হয় একদল তৃণমূল কর্মী-সমর্থক। যা নিয়ে পুলিশ ও তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়। ঘটনা ঘিরে প্রবল উত্তেজনা তৈরি হয় গোটা এলাকায়।

আজ সোমবার আসাদতলায় একটি নির্বাচনী জনসভায় অংশ নেন শুভেন্দু। সভা সেরে বেরোনোর পরই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে জানা যাচ্ছে, কেন্দীয় বাহিনী বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে তাঁদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। পরে অবশ্য সেখান থেকে শুভেন্দু কে বার করে নিয়ে যায় কেন্দ্রীয় বাহিনী।

Suvendu Adhikari: BJP workers on way to Suvendu Adhikari's rally in Khejuri attacked - The Economic Times

প্রসঙ্গত, কিছুদিন আগেই নিজের কেন্দ্রেই বিক্ষোভের মুখে পড়েছিলেন শুভেন্দু। তাকে সেই সময় কালো পতাকা দেখানো হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। আর আজ ফের বিক্ষোভের মুখে তিনি।

উল্লেখ্য, এবারের ভোটে ‘হটস্পট’ নন্দিগ্রামে (Nandigram) হতে চলেছে হাইভোল্টেজ লড়াই। একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) , তো অন্যদিকে নন্দিগ্রামের ‘ভুমিপুত্র’ শুভেন্দু অধিকারী। আগামী ১ এপ্রিল ওই কেন্দ্রে ভোট। তার আগেই ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়ে লাগাতার জনসভা করে চলেছেন মমতা। একেরপর আক্রমণ শানিয়ে যাচ্ছেন অধিকারী পরিবারের বিরুদ্ধে। থেমে নেই শুভেন্দুও। বিজেপির (BJP) তরফেও আয়োজিত হচ্ছে  একেরপর এক জনসভার। এরই মধ্যে শুভেন্দুর (Suvendu Adhikari) গাড়ির উপর তৃণমূল (TMC) কর্মীদের চড়াও হওয়ার ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে নন্দিগ্রামে।


সম্পর্কিত খবর