পুকুরে মিলল তৃণমূল কর্মীর মৃতদেহ! সারা শরীরে আঘাতের চিহ্ন, তুলকালাম আমতা

বাংলা হান্ট ডেস্ক : উত্তপ্ত হয়ে উঠল আমতা। রবিবার এলাকার এক পুকুর থেকে তৃণমূল কর্মীর দেহ (Amta TMC Supporter Death) উদ্ধারকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ল উত্তেজনা। খুনের অভিযোগ তুলেছেন পরিবার ও সমর্থকেরা। ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আমতার রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদে নামেন তৃণমূল কর্মীরা। এলাকায় মোতায়েন রয়েছে বিরাট পুলিস বাহিনী।

ঘটনাটি ঘটেছে, আমতা থানার চন্দ্রপুর পঞ্চায়েতের চাটরা মোল্লাপাড়া এলাকায়। জানা যাচ্ছে, মৃত ব্যক্তির নাম লাল্টু মিদ্দা। বছর ৩৩-এর লাল্টু এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। রবিবার সকালে বাড়ির কাছেই একটি পুকুর থেকে লাল্টুর দেহ উদ্ধার হয়।

tmc

পরিবারের পক্ষ থেকে জানা যায়, সেদিন রাত আটটা নাগাদ বাড়ি আসেন লাল্টু। কিন্তু কিছুক্ষণ পরেই আবার বেরিয়ে যান। তারপর আর রাতে বাড়ি ফেরেননি। সকালে বাড়ির কাছের পুকুর থেকে দেহ উদ্ধার হয়। খুন না এই মৃত্যুর পিছনে অন্য কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিস। পরিবারের দাবি, লাল্টুকে খুন করেছে কেউ। তাঁর দেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে, মাথায় কাটা দাগ আছে। কিন্তু এই ঘটনার সঙ্গে কারা জড়িত সেই বিষয়ে বলতে পারছে নাপরিবারের লোকেরা। লাল্টুর দিদি হাসিনা বেগমের জানান, ‘আমার ভাই তৃণমূল করে। পার্টির মধ্যে দু-তিন দল হয়ে আছে। তাই আমার সন্দেহ ছিল হয়তো কেউ ওঁকে মেরেও ফেলতে পারে।’ তবে তাঁর সন্দেহ যে সত্যিই বাস্তবে ঘটবে তা স্বপ্নেও ভাবতে পারেননি লাল্টুর দিদি।

লাল্টুর স্ত্রী জানান, ‘রাত সাড়ে ন’টা নাগাদ ফোনে কথা হয়েছিল। তখন বলে তাড়াতাড়ি চলে আসব। কিন্তু আর রাতে ফেরেনি।’ তাঁর অভিযোগ, লাল্টু যেহেতু তৃণমূল করত তাই ওঁর অনেক শত্রু ছিল। সপ্তাহ খানেক আগে অনেকে তাঁদের ঘরও ভেঙে দিয়েছে বলে অভিযোগ।

Sudipto

সম্পর্কিত খবর