বাংলাহান্ট ডেস্কঃ চতুর্থ দফা ভোটের আগেই ফের উত্তপ্ত বাংলা। রাজ্যের একাধিক প্রান্ত থেকে উঠে আসছে রাজনৈতিক হিংসার খবর। এবার তৃণমূল কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ‘খুনের’ অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনা ঘিরে ফের উত্তপ্ত হুগলি।
ঘটনাটি ঘটেছে হুগলি (Hooghly) জেলার পুরশুড়ার আরুন্ডা গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ অনুযায়ী, কানু দালুই নামে ওই তৃণমূল কর্মীর (TMC Worker) বাড়ি প্রথমে ঘিরে ফেলে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তারপর কানু দালুইকে তুলে নিয়ে যায় তাঁরা। এরপর তাঁর উপর অত্যাচার চালিয়ে অচৈতন্য অবস্থায় ফেলে দিয়ে যায় ওই দুষ্কৃতীরা। ঘটনা জানাজানি হতেই পুলিশে খবর দেয় স্থানীয় তৃণমুল কর্মী-সমর্থকরা। তবে পুলিশের আসতে দেরি হয় বলে অভিযোগ। তারপর ওই অচৈতন্য কানু দালুইকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তাঁর।
ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ হাসপাতালে যান তৃণমূলের (TMC) হুগলি জেলা সভাপতি ও ওই পারশুড়া কেন্দ্রের প্রার্থী দিলীপ যাদব (Dilip Jadav)। তিনি মৃতের পরিবারের সাথে কথা বলে পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি ঘটনার তীব্র নিন্দা করেন। এমনকি দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবিও জানান তিনি।
উল্লেখ্য, গতসপ্তাহেই হুগলির খানাকুলে আরও এক তৃণমুল কর্মীর দেহ উদ্ধার ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা এলাকা। নূর শেখ আনোয়ার নামে ওই দলীয় কর্মীকে বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছিল বলে অভিযোগ উঠেছিল তৃণমূলের তরফে। এমনকি গোঘাটে ভোটের দিন বিজেপি কর্মীরা ধাক্কা দিয়ে তৃণমূল বুথ সভাপতিকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল। তারপরই মৃত্যু হয় ওই বুথ সভাপতির। সবমিলিয়ে ভোটের আবহে রাজনৈতিক সন্ত্রাসে জর্জরিত হয়ে উঠেছে হুগলি।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা