বাংলা হান্ট ডেস্ক: ২০১৯ এর লোকসভা নির্বাচনে বাংলায় ১৮ টি আসন পেয়ে, তৃনমূলকে অনেকটা নির্মূল করার প্রচেষ্টায় সক্ষম হয়েছে BJP। এই ১৮ টি আসনের মধ্যে রয়েছে আসানসোল লোকসভাও। এবার বাবুল সুপ্রিয় আসানসোল লোকসভা কেন্দ্রে জিতে, ‘কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন’। এলাকাবাসী বিজেপিকে বেশি ভোট দেওয়ায়, তৃণমূলের ষড়যন্ত্রের মুখে পড়তে হলো বার্নপুরের ৭৭ নং ওয়ার্ডের বেশ কিছু অস্থায়ী কর্মীদের।
পৌরসভার সুপারভাইজারের অধীনে থাকা প্রায় ১০ জন ভলেন্টিইয়ার বিগত বেশ কয়েক বছর ধরে কাজ করেছেন ডেঙ্গু সচেতনতা, নিজেদের ওয়ার্ডকে পরিচ্ছন্ন রাখা এই সব বিষয়গুলির ওপর। ভোটের জন্য কাজ বন্ধ ছিল বেশ কয়েকদিন, ভোট পর্ব মিটতেই তারা যখন আবার কাজ করতে আসেন, তাদেরকে সরাসরি জানিয়ে দেওয়া হয়, কাজ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।
আসানসলের মেয়রকে বিষয়টি জানানো হলে, তিনি বলেন, বিজেপিকে ভোট দেওয়ার কারনেই তাঁদেরকে আর কাজ করতে দেওয়া হবেনা।