এক একটি বাসের ভাড়া ৭০ হাজার! একুশে জুলাই উত্তরবঙ্গের মানুষ টানতে অজস্র ভলভো বুক

বাংলা হান্ট ডেস্কঃ গত দু’বছর ধরে করোনা (Corona) মহামারীর কারণে ভার্চুয়াল মাধ্যমে করতে হয়েছিল ‘একুশে জুলাই’-এর সমাবেশ। তবে এ বছর করোনার প্রকোপ কিছুটা কমায় বিপুল জনসমাগম মাঝে অনুষ্ঠিত হতে চলেছে শহীদ দিবস। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা আর তারপরেই ‘একুশে জুলাই’ উপলক্ষ্যে লাখ লাখ লোকের মাঝে বার্তা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

উল্লেখ্য, ধর্মতলা চত্বরে এই সমাবেশে এ বছর উত্তরবঙ্গ এবং জঙ্গলমহল থেকেও বহু পরিমাণে মানুষের সমাগম ঘটতে চলেছে বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস আর এবার এই প্রসঙ্গে এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকতে চলেছে বঙ্গবাসী।

   

অতীতে যা হয়নি, তা এ বছর হতে চলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৪ লোকসভা নির্বাচনের পূর্বে একুশে জুলাইয়ের সমাবেশ থেকে গোটা দেশবাসীর উদ্দেশ্যেই বার্তা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে উত্তরবঙ্গ থেকে হাজার হাজার মানুষ নিয়ে আসা লক্ষ্য ঘাসফুল শিবিরের আর সেই উদ্দেশ্য সফল করতে এবার কোচবিহার জেলা নেতৃত্বের তরফ থেকে সকল তৃণমূল কর্মীদের জন্য বিশেষ আয়োজন করা হতে চলেছে।

উল্লেখ্য, বিগত বেশ কয়েক বছর ধরে ‘শহীদ দিবস’ সমাবেশে যোগদান করার জন্য উত্তরবঙ্গ থেকে ট্রেনে চড়ে আসতেন সকল সদস্য ও কর্মীরা। তবে এ বছর কর্মী সংখ্যা বহু গুণে বৃদ্ধি পেতে চলেছে আর সেই কারণে ট্রেনের পরিবর্তে বাসের ওপর ভরসা করতে চলেছে জেলা নেতৃত্ব। ইতিমধ্যেই ৩০ টি বাস ভাড়া দেওয়া হয়ে গিয়েছে বলে খবর। সংবাদ মাধ্যম সূত্রের খবর, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে ৩০ টি ভলভো বাস ভাড়া করা হয়েছে, যার বাবদ প্রায় ২১ লাখ টাকা খরচ হতে চলেছে বলে জানা গিয়েছে। এ ক্ষেত্রে প্রতিটি বাসের ভাড়া বাবদ প্রায় ৭০ হাজার টাকা খরচ হতে চলেছে।

21st july

প্রসঙ্গত, আজ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ কোচবিহারে এসে পৌঁছবেন এবং সেখান থেকেই বাসগুলি ছাড়া হবে বলে খবর। তবে এক্ষেত্রে কোন সমস্যার সৃষ্টি হতে পারে কিনা, সেই প্রসঙ্গে মন্তব্য প্রকাশ করতে গিয়ে তৃণমূল জেলা সভাপতি পার্থ প্রতিম রায় বলেন, “আগামীকাল থেকে কলকাতার উদ্দেশ্যে বাসগুলি ছাড়া হবে। আবার সেই বাসে করেই সকলকে ফিরে আনা হবে। তবে এক্ষেত্রে সাধারণ মানুষের কোন রকম সমস্যা সৃষ্টি হবে না, আমাদের হাতে যথেষ্ট পরিমাণে রিজার্ভ বাস রয়েছে।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর