ABVP-র পতাকা লাগানোকে কেন্দ্র করে অগ্নিগর্ভ বাজকুল কলেজ, চলল বোমাবাজিও

   

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি-তৃণমূলের সংঘর্ষের পর এবার দুই দলের ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। প্রাপ্ত খবর অনুযায়ী, পূর্ব মেদিনীপুরের বাজকুল কলেজ এলাকায় দুই সংগঠনের কর্মীরা সংঘর্ষে লিপ্ত হয় এরফলে বাজকুল কলেজ চত্বর অগ্নিগর্ভ হয়ে পড়ে। কলেজের বাইরে থাকা বেশ কয়েকটি বাইকে ধরিয়ে দেওয়া হয় আগুন, চলে বোমাবাজিও। তবে কোন সংগঠনের পক্ষ থেকে এসব করা হয়েছে সেটা জানা যায়নি। দুজনই দুজনের বিরুদ্ধে অভিযোগ করেছে।

রবিবার বাজকুলে তৃণমূলের ছাত্র সংগঠনের কর্মীরা মিছিল করে। সেই মিছিলের জবাবে সোমবার ক্লেজ চত্বরে পতাকা লাগাতে যায় সঙ্ঘের ছাত্র সংগঠন। তৃণমূলের ছাত্র সংগঠনের তরফ থেকে অভিযোগ করা হয় যে, ABVP কর্মীরা তাঁদের পতাকা খুলে নিজেদের পতাকা লাগাচ্ছিল। আর এই নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

বিজেপির তরফ থেকে দাবি করা হয় যে, তৃণমূলের ছাত্র সংগঠনের কর্মীরা পরিকল্পনা করে তাঁদের উপর হামলা চালায়। আর তারাই কলেজের বাইরে দাঁড়িয়ে থাকা বাইক গুলোয় আগুন ধরিয়ে দেয়। এমনকি ওরাই কলেজ চত্বরে বোমা ছোঁড়ে বলে অভিযোগ করে বিজেপি।

ঘটনার পর ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। পুলিশ কড়া হাতে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। দুপক্ষেরই বেশ কয়েকজন এই সংঘর্ষে আহত হয়েছে। এখনো পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি বলেই খবর।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর