‘রাম, মহাদেব, আল্লাহ, যীশুর অংশ’! দেবাংশুকে নিয়ে বিরাট মন্তব্য রাজন্যার, নিমেষে ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা নির্বাচনে একাধিক যুব নেতা নেত্রীকে টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাঁদের মধ্যে অন্যতম হলেন দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। ‘অধিকারী গড়’ নামে খ্যাত তমলুক থেকে তাঁকে দাঁড় করিয়েছে জোড়াফুল শিবির। এবার তাঁকে নিয়েই বিরাট দাবি করলেন তৃণমূলের যুব নেত্রী রাজন্যা হালদার (Rajanya Haldar)।

তমলুকে (Tamluk) ঘাসফুল ফোটাতে রোজ লোকসভা কেন্দ্রের নানান এলাকায় ঘুরে বেরাচ্ছেন দেবাংশু। দলের একাধিক নেতা-নেত্রীকেও তাঁর হয়ে প্রচার করতে দেখা গিয়েছে। এবার যেমন রাজন্যাকে তমলুকের প্রার্থীর হয়ে কথা বলতে শোনা গেল। তিনি বলেন, রাম, মহাদেব, আল্লাহ, যীশুর অংশ হলেন দেবাংশু!

সম্প্রতি ফেসবুকে রাজন্যার একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। সেই ভিডিওয় দেখা যাচ্ছে, একটি সভামঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা রাখছেন তিনি। সেখানেই দেবাংশুকে নিয়ে এই মন্তব্য করেন রাজন্যা। তৃণমূল (Trinamool Congress) নেত্রীকে বলতে শোনা যায়, ‘দেবাংশু, দেবের অংশ তিনি। সত্যিকারের রামের অংশ তিনি, সত্যিকারের মহাদেবের অংশ তিনি, আল্লাহর অংশ তিনি, যীশুর অংশ তিনি’।

আরও পড়ুনঃ তৃণমূল আমলের সব OBC সার্টিফিকেট অবৈধ! এক রায়ে ৫ লক্ষ শংসাপত্র বাতিল করল হাইকোর্ট, তোলপাড়

রাজন্যার এই মন্তব্য ঘিরেই সমাজমাধ্যমে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই নেটপাড়ায় ব্যাপক সাড়া ফেলে দিয়েছে কয়েক সেকেন্ডের এই ভিডিও। নেটিজেনরা নানান রকম কমেন্ট করছেন সেখানে। একজন যেমন রসিকতা করে লিখেছেন, রামের অংশ কেন বললেন? এতে কেউ কেউ রেগে যেতে পারেন।

Debangshu Bhattacharya Rajanya Haldar

এদিকে যদি লোকসভার নির্বাচনের কথা বলা হয় তাহলে ইতিমধ্যেই রাজ্যে পাঁচ দফার ভোট সম্পন্ন হয়েছে। আগামী শনিবার বাংলায় ষষ্ট দফার নির্বাচন রয়েছে। ঘাটাল, মেদিনীপুর সহ রাজ্যের বেশ কয়েকটি হাইভোল্টেজ আসনে ভোট রয়েছে সেদিন। এর মধ্যে তমলুকের নামও রয়েছে। তৃণমূলের দেবাংশু, বিজেপির অভিজিৎ এবং বামেদের সায়নের মধ্যে জোর টক্কর হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। শেষ হাসি কে হাসবেন তা জানা যাবে আগামী ৪ জুন।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর