আনিস মামলায় এবার পথে নামবে তৃণমূলের ছাত্র সংগঠন, SIT-কে ধন্যবাদ জানাতে কলকাতায় মিছিল

বাংলাহান্ট ডেস্ক : আনিস খান হত্যা কান্ডের পর নয় নয় করে পেরিয়েছে নয়টি দিন। তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। অভিযোগের তীর রাজ্য পুলিশের দিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তদন্তের জন্য সিট গঠন করা হলেও বারবার বাধার মুখে পড়ছে তদন্ত। কখনও পরিবারের বাধা, কখনও গ্রামবাসীদের বিক্ষোভ, কখনও আবার বাম ছাত্র সংগঠনের আন্দোলন, সব কিছু মিলিয়ে বেশ বিপাকেই সিট। এহেন অবস্থায় এবার সিটকে ধন্যবাদ জানাতে পথে নামতে চলেছে তৃণমূলের ছাত্র সংগঠন। সোমবার সকালেই রামলীলা ময়দান থেকে শুরু হবে মিছিল।

গত ১৮ ফেব্রুয়ারি নিজের বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় বাম ছাত্র নেতা আনিস খানের। পরিবারের অভিযোগ ৪ জন পুলিশ কর্মী বাড়িতে ঢুকে ঠেলে ফেলে দেয় আনিসকে। সেই অভিযোগে তোলপাড় শুরু হয় রাজ্য জুড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় পুরো ঘটনার তদন্তের জন্য সিট গঠন করার নির্দেশ দেন৷ কিন্তু সিটকে সহযোগিতা করতে অস্বীকার করে মৃতের পরিবার। কোনও রকম তথ্য দিয়েও সাহায্য করতে চাননি মৃতের বাবা সালাম খান। সিবিআই তদন্ত না করলে তিনি কোনও রকম সহায়তা করবেন না এই দাবিতে অনড় থাকেন তিনি। অবশেষে মামলা গড়ায় হাইকোর্টে। সেখানে আদালত সাফ জানিয়ে দেয় এই মামলার তদন্ত করবে সিটই। মৃত আনিস খানের পরিবারকে সিটকে তদন্তে সহায়তা করার নির্দেশ দেওয়া হয়। আনিস হত্যা মামলার রহস্য ১৫ দিনের মধ্যে উদঘাটন করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

হাইকোর্ট সিটের দ্বিতীয় বার ময়নাতদন্তের আবেদনে মান্যতা দিলেও আবারও বাধা আসে পরিবারের তরফে। শনিবার ভোরে পুলিশ দেহটি কবর থেকে তুলতে গেলে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। জানানো হয় সোমবার সকাল ১০ টার আগে কিছুতেই তুলতে দেওয়া হবে না মৃতদেহ। ফলে ফিরতে বাধ্য হয় সিট।

anis

এই মামলাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে রাজ্যের পরিস্থিতি। একের পর এক জায়গায় চলতে থাকে আন্দোলন, অবরোধ, বিক্ষোভ। ইট বৃষ্টি হয় আমতা থানায়। কলকাতায় পথে নামেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আনিসকে নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে চলতে থাকে দড়ি টানাটানি। আনিস কোন দলের সমর্থক ছিল তা নিয়ে চুলোচুলি বাঁধে দলগুলির মধ্যে। আনিসকে ‘ফেভারিট ছেলে’ বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। কিন্তু এর প্রত্যাঘাতে রীতিমতো ঝাঁপিয়ে পরে আনিসকে নিজেদের বলে দাবি করে বামেরা। এহেন জটিলতার মধ্যেই এবার সিটকে ধন্যবাদ জানিয়ে মিছিল করতে চলেছে তৃণমূল ছাত্র পরিষদ। সোমবার রামলীলা ময়দান থেকেই এগোবে মিছিল। এহেন বিতর্কিত একটি মামলা যেখানে অভিযোগের তীর সরাসরি পুলিশের দিকেই সেখানে সেই সিটকেই সমর্থন করায় ইতিমধ্যেই তৃণমূলের বিরুদ্ধে সমালোচনা শুরু করেছে বিরোধী দলগুলি। তৃণমূলের প্রছন্ন প্রশ্রয়েই খুন করেছে পুলিশ, উঠছে এই অভিযোগও।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর