চাঁদা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল তৃণমূল ছাত্র পরিষদের (tmcp) সাথে যুব (yuva)। জানা যাচ্ছে, ছাত্র পরিষদের নাম করে বিভিন্ন এলাকা থেকে চাঁদা তোলা হচ্ছিল। হরিশ্চন্দ্রপুরের শহিদ মোড় এলাকায় তা নিয়েই বচসা বাঁধে ছাত্র ও যুবদের। ঘটনায় আহত হয়েছে দুই ছাত্র নেতা।
তৃণমূলের অন্দরে কোন্দল নতুন কিছু নয়। বারবারই সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছে তা। বিভিন্ন গোষ্ঠীর মধ্যে অনেকদিন ধরেই মনোমালিন্য। তবে সম্প্রতি তা আরো বড় আকার ধারণ করেছে। একের পর এক তৃণমূল নেতা দল ছাড়ছেন। দল ছেড়েছেন হেভিওয়েট শুভেন্দু অধিকারীও। তার অনুগামী অনেক নেতাই তৃণমূল ছাড়ছেন এক এক করে। মালদহের তৃণমূল নেতা হরিশ্চন্দ্র ব্যানার্জিও দল ছেড়েছেন। এই পরিস্থিতিতে এই সংঘর্ষ ফের একবার শাসক দলের অন্দরের পরিস্থিতি প্রকাশ্যে আনল।
জানা যাচ্ছে, রাহাত আগসর নামের এক যুব নেতা ছাত্র পরিষদের নাম করে চাঁদা তুলছিল। যার প্রতিবাদ করেন ছাত্র পরিষদের দুই নেতা প্রণব দাস ও শেখ ছোটন। এরপরেই বচসার সূত্রপাত অভিযোগ ব্লক সহ সভাপতি দুর্জয় দাসের নেতৃত্বে যুব’র বহু নেতা কর্মী ইট বাঁশ নিয়ে ঐ দুই ছাত্র নেতার ওপর আক্রমণ চালায়।
হরিশ্চন্দ্র পুরের তৃণমূল ১নং ব্লক সভাপতি জিয়াউর রহমান পরিস্থিতি সামলাতে উপস্থিত হলে তাকেও হুমকি দেওয়া হয়। তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি সামাল দেয়৷ যদিও পুলিশের কাছে কোনো অভিযোগ জমা পড়েনি বলেই জানা যাচ্ছে। যদিও এই ঘটনায় ফের একবার শাসক দলের অন্দরের বচসা প্রকাশ্যে এনে দিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।