বড়দিনের রাতে ফিশফ্রাই, পাওভাজি দিয়ে জমিয়ে আড্ডা! কুণাল-সজলের সাক্ষাৎ ঘিরে জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ বড়দিনের জমজমাট আড্ডা! হালকা আলোর রোশনাই, পাতে ফিশফ্রাই, পাওভাজি, আর আড্ডায় কুণাল-সজল। হ্যাঁ,একদমই তাই। ক্রিসমাসের (Christmas) সন্ধ্যায় গল্প-হাসি-আড্ডায় মজলেন রাজ্যের প্রধান দুই দলের দুই নেতা, কুণাল ঘোষ ও সজল ঘোষ।

এবারের বড়দিনে সৌজন্যের ভিন্ন রূপের সাক্ষী থাকল বঙ্গ রাজনীতি। প্রসঙ্গত, রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকলেও দীর্ঘদিন ধরেই এই দুই নেতাকে দাদা-ভাই সম্পর্কেই চেনেন সকলে৷ বড়দিনের সন্ধ্যায় উত্তর কলকাতার বিজেপি নেতা শিবাজি সিংহ রায়ের (Shibaji Singha Roy) পাড়াতেই আয়োজন হয় এদিনের অনুষ্ঠানের। দীর্ঘদিন ধরেই কুণাল ঘোষ (Kunal Ghosh) ও সজল ঘোষের (Sajal Ghosh) পরিচিত তিঁনি৷ অন্যদিকে, তৃণমূল নেতা কুণাল ঘোষের পাড়ার গা-ঘেঁষেই শিবাজির পাড়া৷ গতকাল বিজেপি (BJP) নেতার পাড়াতেই আয়োজন করা হয়েছিল ক্রিসমাস কার্নিভালের৷ সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় পাড়াতুতো ভাই কুণালকেও।

এদিন সেখানেই আমন্ত্রণ রক্ষা করতে পৌঁছেছিলেন কুণাল। আর সেখানে পৌঁছেই দেখেন গোলাপি জামা, হাফ কোট পরনে চেয়ারে বসে রয়েছেন বিরোধী রাজনৈতিক দলের সদস্য, কলকাতা পুরসভার বিজেপি দলের কাউন্সিলর, সজল ঘোষ। এরপর আর কে আটকায়! চুটিয়ে আড্ডায় মত্ত হলেন দুই দলের নেতা। হাসি-মজা, গল্পে কেটে গেল প্রায় ৪৫ মিনিট। বহুদিনের পুরোনো বন্ধুত্ব ফিরে পেয়ে সময়ের খেয়ালই রাখলনা কেউ।

এই বিষয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানান, “শিবাজি দা আমার বহুদিনের পরিচিত। তিনি ভিন্ন রাজনৈতিক দলের সদস্য হতেই পারেন। ধর্ম যার যার, উৎসব সবার। পার্টি যার যার, উৎসব সবার। দলাদলি ভুলেই সেখানে হাজির হয়েছিলাম। না এলে সেটা অসৌজন্য হতো। ”

sajal kunal

উল্লেখ্য, উত্তর কলকাতার ছাত্র রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত নাম সজল ঘোষ৷ বর্তমানে গেরুয়া দলে থাকলেও পূর্বে তিঁনি শাসকদলের সদস্য ছিলেন। তারপর কোনো কারণবশত তৃণমূল (TMC) ছেড়ে, যোগ দিয়েছেন বিজেপিতে। তবে রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকলেও তাঁদের বন্ধুত্বের সম্পর্কে যে বিন্দুমাত্র চির ধরেনি, তা বোঝা গেল গতকালের আড্ডা থেকেই। যদিও এই সাক্ষাৎ এর সাথে রাজনীতির কোনো যোগ ছিল না বলে দাবি করেছে উভয়পক্ষই। তবে তাঁদের দাবি মানতে নারাজ রাজনৈতিক মহলের একাংশ। তাঁদের মতে ঠিক ভোট পূর্বে দুই নেতার এই সাক্ষাৎ যথেষ্টই তাৎপর্য বহন করছে বঙ্গ রাজনীতিতে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর