বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্বে ইতি পড়ল শনিবার। বাংলার ৪২টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে গতকাল। এরপর থেকেই একের পর এক বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ্যে আসছে। বাংলা সহ সমগ্র দেশে কেমন ফলাফল হতে চলেছে তা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এর মাধ্যমে। এই আবহে এবার বিরাট দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। ইতিমধ্যেই যা নিয়ে শুরু হয়েছে চর্চা।
কমবেশি প্রায় প্রত্যেকটি বুথ ফেরত সমীক্ষাতেই (Exit Poll) দাবি করা হয়েছে, তৃতীয়বারের জন্য কেন্দ্রে সরকার গড়তে চলেছে BJP। ৪০০ পার না হলেও একক সংখ্যাগরিষ্ঠতায় ভর করেই ফের একবার ‘দিল্লির কুর্সি’ দখল করতে চলেছে গেরুয়া শিবির। এমনকি বাংলাতেও (West Bengal) এবার পদ্মের ধাক্কায় ঘাসফুল বেসামাল হয়ে যাবে বলে দাবি করা হয়েছে সিংহভাগ সমীক্ষায়। সত্যিই কি মিলে যাবে সেই পূর্বাভাস? এবার মুখ খুললেন কুণাল।
বাংলায় @AITCofficial 30+.
বুথ ফেরত সমীক্ষার তথাকথিত রিপোর্টে বাস্তব প্রতিফলিত হয়নি। কিছুক্ষেত্রে পরিকল্পিতভাবে অবাস্তব তথ্য ছড়ানো হয়েছে।@MamataOfficial , @abhishekaitc র সৈনিকরা বিভ্রান্ত হবেন না। গণনার দিন এজেন্টরা শেষ পর্যন্ত সক্রিয় থাকুন। মানুষ তৃণমূলকেই ভোট দিয়েছেন।— Kunal Ghosh (@KunalGhoshAgain) June 2, 2024
আগেই জানা গিয়েছে, ভোট (Lok Sabha Election 2024) পরবর্তী সমীক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না TMC শিবির। এমনকি সর্বভারতীয় প্রেক্ষাপটেও বিরোধীদের তরফ থেকে বিষয়টিকে বিশেষ পাত্তা দেওয়া হচ্ছে না বলে খবর। এখনও অবধি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে কুণাল ঘোষ এই নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে মতামত প্রকাশ করেছেন।
আরও পড়ুনঃ উত্তর-পূর্বে গেরুয়ার দাপট! সিকিমে একপেশে জয় SKM-এর, লোকসভার রেজাল্টের আগেই স্বস্তিতে BJP
রবিবার সকালে কুণাল লেখেন, ‘বাংলায় তৃণমূল কংগ্রেস ৩০+। বুথ ফেরত সমীক্ষার তথাকথিত রিপোর্টে বাস্তব প্রতিফলিত হয়নি। কিছুক্ষেত্রে পরিকল্পিতভাবে অবাস্তব তথ্য ছড়ানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা বিভ্রান্ত হবেন না। গণনার দিন এজেন্টরা শেষ অবধি সক্রিয় থাকুন। মানুষ তৃণমূলকেই ভোট দিয়েছেন’।
গতকাল আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছে রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের গলাতেও। TMC-র এই হেভিওয়েট নেতা বলেন, ‘আমি পোর্ট এরিয়া ঘুরে এলাম…। ভীষণ আশাবাদী মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। অভিষেক আগে ২৩টা বলেছে। এই ৯টা আসনও আমরাই পাব’। TMC সূত্রে জানা যাচ্ছে, ভোট পরবর্তী সমীক্ষায় যাই দাবি করা হোক না, দল নিশ্চিত উনিশের নির্বাচনের চেয়ে এবার ভালো ফলাফল করবে দল।