বাংলা হান্ট ডেস্ক: শেষ পর্যন্ত আইনি বাধা কাটিয়ে শুরু হতে চলেছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। রাজ্য তৃতীয় দফায় ভেরিফিকেশনের সিদ্ধান্ত নিল। কমিশন সূত্র খবর রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল গুলোতে প্রায় ১৪ হাজার শূন্য পদ রয়েছে।
স্কুল কমিশন সূত্রে খবর, আগামীকাল অর্থাৎ ২১ তারিখ উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের নির্দেশিকা জারি হতে পারে। এর মধ্যে শেষ হয়ে গিয়েছে দু দফার ভেরিফিকেশন প্রক্রিয়া। তৃতীয়তঃ ফর ভেরিফিকেশন এর পরে ইন্টারভিউ এর ডাক পাবেন চাকরিপ্রার্থীরা।
২০১৭ সালের ৬ জুন স্কুল সার্ভিস কমিশন এর পরিচালনায় প্রথম স্টেট লেভেল সিলেকশন টেস্ট হয়। পরীক্ষায় বসে ছিলেন প্রায় ৫ লক্ষ ৪০ হাজার পরীক্ষার্থী।